সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম সম্প্রদায়ের তিন তালাক প্রথা এবং অন্য নারী বিরোধী প্রথাগুলি নিয়ে জনমত সমীক্ষার জন্য ল’কমিশনের তৈরি করা প্রশ্নপত্রকে ‘প্রতারণা’ বলে অভিহিত করল মুসলিম পার্সোনাল ল’বোর্ড৷ একইসঙ্গে তাদের অভিমত, ভারতের মতো দেশের ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি মোটেই শুভ হবে না৷ পাশাপাশি, অভিযোগ করা হয়েছে, ল’কমিশন স্বাধীনভাবে কাজ করছে না৷ তারা কেন্দ্রের পক্ষ নিয়ে কাজ করছে৷
উল্লেখ্য, গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় কেন্দ্র বলেছে, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে তিন তালাক প্রথার কোনও স্থান নেই৷ এমনকী, সেটি ধর্মের অপরিহার্য অঙ্গও নয়৷ উল্লেখ্য, তিন তালাক প্রথার বিরুদ্ধে একাধিক মামলা একত্রিত করে সুপ্রিম কোর্টে শুনানি চলছে৷ এ ব্যাপারে বৃহত্তর বিতর্কের ব্যবস্থা করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ সেই মতোই ল’কমিশন একটি প্রশ্নগুচ্ছ তৈরি করেছে৷
এদিকে, কংগ্রেস দাবি করেছে, অভিন্ন দেওয়ানি বিধির নামে ধর্মীয় মেরুকরণের বিজেপির এই পদক্ষেপ কখনওই প্রগতিশীল হতে পারে না৷ জেডিইউও জানিয়েছে, আইনের নামে বিজেপির মেরুকরণের চেষ্টা সফল হবে না৷ এমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেন, “অভিন্ন দেওয়ানি বিধি ভারতে চালু হওয়া মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নষ্ট হওয়া৷ এর ফলে দলিত ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত আইনকেও অসম্মান করা হবে৷” ল’ কমিশনের প্রশ্নপত্রে রয়েছে, স্বামী তিন বার তালাক শব্দ উচ্চারণ করেই তাঁর স্ত্রীকে বিবাহবিচ্ছেদ দিতে পারেন, কোরানের উল্লেখ করে এমন যে শরিয়তি আইনের কথা ল’ বোর্ড উল্লেখ করে, তা কি আদৌ সঠিক? এতেই আপত্তি বোর্ডের৷