Advertisement
Advertisement
Anubrata Mandal

অসুস্থতার দোহাই দিয়েও মিলল না জামিন, দিল্লির আদালতে খারিজ অনুব্রতর আরজি

প্রায় ১ বছর ধরে জেলের অন্ধকারে অনুব্রত।

Anubrata Mandal's bail plea rejected in Delhi Court Again | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:August 7, 2023 6:13 pm
  • Updated:August 7, 2023 7:19 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি:  অসুস্থতার দোহাই দিয়েও লাভ হল না। ফের খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের আবেদন। শারীরিক অসুস্থতার উল্লেখ করে রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কিন্তু সেই আরজি খারিজ হয়ে গেল এদিন।

মঙ্গলবার দিল্লি হাই কোর্টে কেষ্ট মণ্ডলের অন্য় একটি মামলার শুনানি রয়েছে। গরু পাচারের অভিযোগ গ্রেপ্তার হয়েছেন তিনি। ইসিআইআর দায়ের হয়েছে বাংলায়। তারপরও কেন তাঁকে গ্রেপ্তার করে দিল্লিতে রাখা হল, তা নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছেন অনুব্রত। আগামিকাল সেই মামলার শুনানি রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: হিরো না ভিলেন? ‘জওয়ান’-এর নতুন লুকে ভড়কে দিলেন শাহরুখ! শুরু কাউন্টডাউন!]

গ্রেপ্তার হওয়ার পর থেকেই আসানসোলের বিশেষ সিবিআই আদালত, কলকাতা হাই কোর্ট, রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালত ও দিল্লি হাই কোর্টে বারবার জামিনের আবেদন করেছেন অনুব্রত। প্রতিবারই হতাশ হতে হয়েছে। রাউস অ্যাভিনিউ আদালতেও অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন তিনি। তাও ধোপে টিকল না। আপাতত জেলেই থাকতে হচ্ছে বীরভূমের ‘বেতাজ বাদশা’কে।

Advertisement

[আরও পড়ুন: বেসরকারি স্কুলের শিক্ষাব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ