Advertisement
Advertisement

Breaking News

Apple

‘অ্যাপল ওই মেসেজ ১৫০টি দেশে পাঠিয়েছে’, ফোনে নজরদারি ইস্যুতে মহুয়াকে পালটা কেন্দ্রের

ওই বার্তা 'ভুয়ো সতর্কবার্তা' বলে সন্দেহ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।

'Apple advisory issued in 150 nations', says Ashwini Vaishnaw। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 31, 2023 3:17 pm
  • Updated:October 31, 2023 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন ও ইমেল হ্যাক করার চেষ্টা করছে স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। বেশ কয়েকজন বিরোধী সাংসদের বিস্ফোরক দাবি উড়িয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, অ্যাপলের যে ‘থ্রেট নোটিফিকেশন’ তথা বিপদসূচক বার্তার কথা বলছেন বিরোধীরা, তা ১৫০টি দেশেই পাঠানো হয়েছে। পুরো বিষয়টিকেই কোনও ‘ভুয়ো সতর্কবার্তা’ বলে সন্দেহপ্রকাশ করেছেন তিনি।

পাশাপাশি অশ্বিনী জানিয়েছেন যে, সরকার এবিষয়ে বিস্তৃত তদন্ত করার নির্দেশ দিয়েছে। যাঁরা এই মেসেজ পেয়েছেন তাঁদের ডেকেও পাঠানো হয়েছে। সেই সঙ্গে অ্যাপলকে তদন্তে সহযোগিতা করতেও বলা হয়েছে। 

Advertisement

মঙ্গলবার সকালে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) নিজের ফোনের দুটি স্ক্রিনশট শেয়ার করেন। দেখা যায় সেখানে লেখা, ‘রাষ্ট্রের মদতে আপনার ফোনে নজরদারি চলছে।’ গোটা বিষয়টিকে জরুরি অবস্থার চেয়েও খারাপ বলে দাবি করেন তৃণমূল সাংসদ। পরে তাঁর মন্তব্যে সুর মিলিয়ে শশী থারুরের মতো কংগ্রেস সাংসদরাও একই দাবি করেন। এবার এই অভিযোগের প্রতিক্রিয়ায় মুখ খুলল কেন্দ্র। জানিয়ে দিল, এমন বার্তা পেয়েছে ১৫০টি দেশ। এটিকে কোনও ‘ভুয়ো সতর্কবার্তা’ বলেই সন্দেহ মোদি সরকারের।

Advertisement

[আরও পড়ুন: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে শ্রদ্ধাজ্ঞাপন মোদির]

এদিন সকালে টুইট করে মহুয়া লেখেন, ‘অ্যাপেল থেকে আমার কাছে একটি নোটিফিকেশন এসেছে। সেখানেই সাফ বলা হয়, রাষ্ট্রের মদতপুষ্ট সংস্থাগুলো আমার আইফোন হ্যাক করার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কি কোনও কাজ নেই? কেন্দ্রের এই ভয় দেখে আমার দয়া হচ্ছে।’ তিনি জানান, ইন্ডিয়া জোটের সদস্য বেশ কয়েকজন সাংসদের ফোনেই এমন সতর্কবার্তা এসেছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) থেকে শুরু করে আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)- সকলের ফোনেই কেন্দ্র নজরদারি করছে বলে মহুয়ার অভিযোগ।

[আরও পড়ুন: বিশ্বকাপের মধ্যেই বিয়ের আয়োজনে ব্যস্ত বাবর, কলকাতায় এসে সারলেন শপিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ