সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় সঞ্চালক অর্ণব গোস্বামী এখন কোথায়? আর কি তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে না? তাঁর মুখ থেকে কি আর ‘নেশন ওয়ান্টস টু নো’ শোনা যাবে না? গত মাসেই পদত্যাগ করেছেন ভারতের এক নম্বর ইংরাজি খবরের চ্যানেলের এডিটর-ইন-চিফ৷ তারপর থেকে এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অর্ণবের ভক্তদের মনে৷
বৃহস্পতিবার সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন স্বয়ং অর্ণব৷ ‘দ্য কুইন্ট’কে নিজের নয়া উদ্যোগের নাম জানিয়ে দিলেন তিনি৷ অর্ণব বলেন, তাঁর আগামী উদ্যোগের নাম ‘রিপাবলিক’৷ তবে এর চেয়ে বেশি কিছু বিস্তারিত বলতে চাননি টাইমস নাও-এর প্রাক্তন বস৷ জানিয়েছেন, তাঁর পিআর এজেন্সি খুব তাড়াতাড়ি বিষয়টি প্রকাশ্যে আনবে৷
দীর্ঘ আট বছর চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার পর গত ১ নভেম্বর পদত্যাগ করেন অর্ণব৷ তাঁর এমন সিদ্ধান্তে দেশজুড়ে শুরু হয় আলোচনা৷ ঠিক কী কারণে তিনি পদত্যাগ করছেন, তা স্পষ্ট সামনে আসেনি৷ তবে জানা গিয়েছিল, সন্ধে ৯টার বিশেষ অনুষ্ঠান নিয়ে বেশ কিছুদিন ধরে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য চলছিল তাঁর৷ তারপরই এমন সিদ্ধান্ত৷ তবে পদত্যাগের সময় অর্ণব জানিয়ে ছিলেন, খেলা সবে শুরু৷ এত তাড়াতাড়ি মিডিয়া ছাড়বেন না তিনি৷ এবার সেই পথেই একধাপ এগোলেন অর্ণব৷