Advertisement
Advertisement

মোদি বিরোধিতার ‘পুরস্কার’! চন্দ্রবাবু নায়ডুকে গ্রেপ্তারির নির্দেশ

জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের পুলিশের৷

Arrest warrant issued against Andhra CM Chandrababu Naidu, others in 2010 case
Published by: Kumaresh Halder
  • Posted:September 14, 2018 1:18 pm
  • Updated:September 14, 2018 1:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিজেপির সঙ্গে দূরত্ব আগেই বাড়িয়েছিলেন৷ ভেঙে ছিলেন সম্পর্ক৷ গোটা দেশজুড়ে মোদি-বিরোধী প্রচার মঞ্চেও তুলেছিলেন ঝড়৷ এরই মধ্যে ৮ বছরের পুরানো মামলায় গ্রেপ্তারি পারোয়ানা জারি হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর বিরুদ্ধে৷ জামিন -অযোগ্য ধারায় দায়ের হয়েছে মামলা৷ ২০১০ সালে গোদাবরী নদী রক্ষায় বুক চিতিয়ে লড়াই করেছিলেন তিনি৷ সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে নাইডুর বিরুদ্ধে তখনই মামলা দায়ের করা হয়৷

[পাঁচদিন ধরে অভুক্ত, এবার গ্রামবাসীর বাড়িতে ঢুকে খাবার চাইল জইশ জঙ্গিরা]

আজ, প্রায় আট বছর পর মামলা ওঠে আদালতে৷ ২০১০ সালের ওই মামলায় চন্দ্রবাবু নায়ডুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় মহারাষ্ট্রের নানদেদ জেলার ধরমাবাদ বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত৷ আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত৷ একই সঙ্গে আরও ১৫ জনের বিরুদ্ধেও মামলা রুজু করে তদন্তের গতি বাড়াতে নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর৷ এর আগে গোদাবরী নদী বাঁচাও আন্দোলনে নেমে গ্রেপ্তারও হতে হয়েছিল তাঁকে৷ জামিনের আবেদন না করায় পুনের সেন্ট্রাল জেলে একমাস কাটাতেও হয় তাঁকে৷ পরে রাজনৈতিক চাপে চন্দ্রবাবু নায়ডুর মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু প্রশ্ন উঠছে, একই মামলায় জেলের ঘানি টানার পর কেন  আট বছর পর ফের একই ব্যক্তির বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পারোয়ানা? হঠাৎ কেনই বা এত পুলিশি তৎপরতা?

Advertisement

[গণধর্ষণের শিকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিবিএসই টপার, অভিযুক্ত ১২]

Advertisement

অন্ধ্রের মুখ্যমন্ত্রী-সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি হতেই তীব্র সমালোচনা করেন তেলুগু দেশম পার্টির মুখপাত্র লঙ্কা দিনাকর৷ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নেপথ্যে নরেন্দ্র মোদি ও অমিত শাহের চক্রান্ত রয়েছে৷ এটা সত্যিই দুর্ভাগ্যজনক৷’’

[ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু, আটক ছেলেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ