Advertisement
Advertisement

আম্মার পদে শশীকলার উত্তরণ স্রেফ সময়ের অপেক্ষা

নিজের মতো করে দল গোছাতে শুরু করে দিয়েছেন শশীকলা৷

As Talk Of Coup Builds, Party Focuses On Sasikala Natarajan's 'Calibre'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 8, 2016 3:49 pm
  • Updated:December 8, 2016 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মা অধ্যাযের শেষ৷ এবার হয়ত তামিলনাড়ুতে শুরু হতে চলেছে শশীকলা অধ্যায়ের৷ দলে শশীকলার  উত্থানের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷

আম্মার মৃত্যু পর, দীর্ঘক্ষণ তাঁর শবদেহের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শশীকলাকে৷ শেষ যাত্রায় যোগ দিতে আসা প্রধানমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে কথাবার্তা বলা থেকে শুরু করে সবকিছুই  তিনিই সামলেছেন সেদিন৷ সেই সময় থেকেই হয়ত দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন৷ জল্পনা তখনই শুরু হয়ে যায় আম্মার পর দলের ব্যাটন তবে কি এবার শশীকলার হাতে?

Advertisement

এতদিন এআইএডিএমকে-তে নির্দিষ্ট কোনও পদ ছিল না শশীকলা নটরাজনের৷ তবে এবার, আম্মা বিহনে হয়ত দলের হাল ধরবেন তিনিই৷ খুব সম্ভবত দলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হতে পারে আম্মার আমৃত্যু ছায়াসঙ্গী শশীকলাকে৷ যা গত ২৭ বছর ধরে সামলেছেন জয়ললিতা৷ যদিও এবিষয়টি স্পষ্ট না করলেও দলের মুখপাত্র ডঃ ভি মৈত্রেয়ান বলেন, শশীকলা দলের মেরুদণ্ড৷

Advertisement

পাশাপাশি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, জয়ললিতার মৃত্যুর কিছু সময় আগে পর্যন্ত শশীকলা দলের কিছু মন্ত্রী ও বিধায়কদের মগজধোলাই করেছেন শশীকলা৷ ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, শশীকলা নাকি বুঝিয়ে দিতে চেয়েছিলেন এবার সরকার ও দল তাঁর কথাতেই চলবে৷ তবে সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের দেওয়া এই তথ্য এদিন পুরোপুরি অস্বীকার করেন মৈত্রেয়ান৷

এদিকে সর্বভারতীয় এই সংবাদমাধ্যমের দাবি, এআইএডিএমকে সূত্রে তাঁদের কাছে খবর, যে জয়ললিতা মৃত্যুর কথা ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগেই পন্নির সেলভম-সহ বেশ কয়েকজন হেভিওয়েটের সঙ্গে দেখা করেন শশীকলা৷ তখনই ক্ষমতা হস্তান্তরের বিষয় সিদ্ধান্ত হয়ে গিয়েছে৷ তবে এআইএডিএমকে-র মুখপাত্রের দাবি, জয়ললিতা যখন জেলে গিয়েছিলেন এবং তিনি যখন অসুস্থ ছিলেন এই দুই সময়ই দায়িত্ব সামলেছেন পন্নির সেলভম৷ এরপরেও যদি দলে পন্নির সেলভমের উত্তরণের পক্ষে কোনও ভোট না থাকে, তাহলে সেটা দলের অনুশাসন ও নীতির জন্যই৷ পাশাপাশি মৈত্রেয়ান বলেন, দল অনুশাসন মেনে চলে৷ তবে তাঁর সাফ বক্তব্য, যখন মুখ্যমন্ত্রী হিসাবে পন্নির সেলভমের নাম মনোনিত হয়েই গিয়েছে তো অন্য কোনও আলোচনা আসতে পারে না৷

তবে সূত্রের খবর মুখ্যমন্ত্রী না হলেও দলের সাধারণ সম্পাদকের পদে যে শশীকলাই বসছেন এ প্রায় নিশ্চিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ