Advertisement
Advertisement
Mumbai

মুম্বইয়ে বিরাট আবাসন দুর্নীতি, ব্যবসায়ীর ২২ ঠিকানায় তল্লাশি ইডির, বাজেয়াপ্ত ৩০ কোটির সম্পত্তি

১৭০০ গ্রাহকের থেকে ৪০০ কোটি টাকা তোলার অভিযোগ।

Assets Worth 30 Crore Rupees seized After Raids At 22 Locations at Mumbai | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:February 13, 2024 7:23 pm
  • Updated:February 13, 2024 7:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরেও একটি আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানে দুর্নীতি জেরে মুখ পুড়েছিল মোদি সরকারের। ওই তালিকায় উপরের দিকেই ঠাঁই হয়েছিল ভারতের। তাঁর আরও এক নিদর্শন দেখা গেল মুম্বইয়ে (Mumbai)। ইডির (ED) সাম্প্রতিক অভিযানে। এক ইমারত ব্যবসায়ীর বাড়ি-সহ ২২টি ঠিকানায় তল্লাশি চালিয়ে ৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

মুম্বইয়ের বাসিন্দা অভিযুক্ত ব্যবসায়ীর নাম ললিত টেকচন্দানি। ইডি সূত্রে খবর, ললিত এবং তাঁর দুই সহযোগী অমিত এবং ভিকি ওয়াধানির বিরুদ্ধে ৪০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেই মামলাতেই ২২টি ঠিকানায় তল্লাশি চালায় পুলিশ। নগদ-সহ বাজেয়াপ্ত করা হয়েছে ৩০ কোটি টাকার সম্পত্তি। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী এবং তাঁর সহযোগীদের বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন ইডি আধিকারিকরা।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: বিলেতে আমন্ত্রিত মমতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়ে যাওয়ার সিদ্ধান্ত]

ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ললিত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। নভি মুম্বইয়ের তালজোলায় ফ্ল্যাট দেওয়ার কথা ছিল ব্যবসায়ীর। এর জন্য ১৭০০ জনের থেকে টাকা ৪০০ কোটি নেওয়া হয়। যদিও প্রাপ্য ফ্ল্যাট দেওয়া হয়নি বলে অভিযোগ। এই কারণেই তালজোলা এবং চেম্বুর থানায় ওই ব্যবসায়ী এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় দু’টি এফআইআর দায়ের হয়েছিল। সেই সূত্রেই তদন্ত চালিয়ে ৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এছাড়াও ব্যবসা সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।

 

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ