Advertisement
Advertisement
Maharashtra

অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে দুই বাস, মৃত অন্তত ৬

দুই বাসের সংঘর্ষে আহত কমপক্ষে ২০ জন।

At least 6 Killed As 2 Buses Collide In Maharashtra's Buldhana District | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 29, 2023 9:43 am
  • Updated:July 29, 2023 9:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ছ’জনের। দুই বাসের সংঘর্ষে আহত কমপক্ষে ২০ জন।

শুক্রবার গভীর রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। ৫৩ নম্বর জাতীয় সড়কে মালকাপুর এলাকার কাছে নানদুর নাকা ফ্লাইওভারে দু’টি বাসের মধ্যে ধাক্কা মারে। একটি বাসে অমরনাথ যাত্রা সেরে ফিরছিলেন পূণ্যার্থীরা। তাঁদের গন্তব্য ছিল হিঙ্গোলি। অন্য বাসটি যাচ্ছিল নাশিকের দিকে। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি বাস অন্যটিকে টপকে এগিয়ে যেতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

[আরও পড়ুন: রোহিতের সাত নম্বর কি পয়মন্ত? সপ্তমে ব্যাট করার বছরে এসেছিল বিশ্বকাপ, এবার কী হবে?]

ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে যে বাসটি অমরনাথ যাত্রা সেরে ফিরছিল, তার চালকও প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। এছাড়াও ৩২ জনের অল্প চোট লাগে। তাঁদের স্থানীয় গুরুদ্বারে প্রাথমিক চিকিৎসা হয়। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, কোনও চালক ট্রাফিক আইন ভেঙেছিলেন কি না, কিংবা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কের ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ জানিয়েছে, বাস দুটিকে সরিয়ে বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। উল্লেখ্য চলতি মাসেই এই জেলায় আরও একটি বড়সড় দুর্ঘটনা ঘটে। গত ১ জুলাই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৫ জনের। যার মধ্যে ছিল তিন শিশুও। এবার মৃত্যু হল ৬ জনের।

[আরও পড়ুন: মন্দিরের কাছে জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ! শরীরজুড়ে কামড়ের দাগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement