Advertisement
Advertisement

Breaking News

অনলাইনে বিক্রি হচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম!

বিজেপি নেতার টুইটে তোলপাড় গোটা দেশ৷

Atal Bihari Vajpayee’s ashes for sale in Amazon, tweets BSP leader
Published by: Kumaresh Halder
  • Posted:September 3, 2018 3:26 pm
  • Updated:September 3, 2018 3:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রয়াণের পরও বিতর্ক পিছু ছাড়ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর! তাঁর চিতাভস্ম নিয়ে বিজেপি নেতার টুইটে সরগরম জাতীয় রাজনীতি৷ অনলাইন ই-কমার্স সংস্থা আমাজনে বাজপেয়ীর চিতাভস্ম, এমনকী, অস্থিকলসও বিক্রি হচ্ছে টুইট করেছেন সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের মুখ দেবেন্দ্র জারারিয়া৷

[মর্মান্তিক! গৃহবধূকে বাঁচাতে গিয়ে মৃত চার যুবক]

মুহূর্তেই বিজেপির নেতার ওই পোস্ট ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়৷ নতুন করে শুরু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি৷ খবর ছড়িয়ে পড়ে, বাজপেয়ীর চিতাভস্ম-সহ অস্থিকলস নাকি বিক্রি হচ্ছে অনলাইন ই-কমার্স সংস্থা আমাজনে! পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্যের কাহিনী নিয়ে প্রকাশিত একটি বইও৷ তাও আবার ৯০ শতাংশ ছাড়ে! রাজনৈতিক মহলের বিতর্কে ঝড় ওঠে৷ ই-কমার্স সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে গালমন্দ করতে থাকেন বিজেপির অতি উৎসাহী সমর্থকরা৷

Advertisement

[মোদির আমলে দেশে কমেছে জাতিগত হিংসা, দায় এড়িয়ে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর]

Advertisement

পরিস্থিতি বেগতিক বুঝে ফের আসরে নামেন  বিজেপি নেতা দেবেন্দ্র জায়ারিয়া৷ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট ছড়িয়েছে, তা ভুয়ো বলে দাবি করেন তিনি৷ ওই বিজেপি নেতার সাফাই,  ওয়ালে আসা একটি পোস্ট শেয়ার করেছিলেন৷  ঘটনাটি সত্যি কিনা, জানেন না৷ পরে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ২৫ আগস্ট  একটি অ্যকাউন্ট থেকে বাজপেয়ী ও মোদির ছবি বিকৃত করে ওই পোস্টটি করা হয়৷  পোস্টটি শেয়ার করার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র জায়ারিয়া৷

[‘আশীর্বাদ ‌যাত্রা’য় উত্তেজনা, হামলার মুখে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ