Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

করোনা আক্রান্তের দেহ সৎকারে কালোবাজারি রুখতে নিজের নম্বর দিলেন অতীন

পুরসভার স্বাস্থ্য বিভাগের ওএসডি’র মোবাইল নম্বরও অভিযোগকারীদের সুবিধার্থে দিয়েছেন।

Atin Ghosh gives his mobile number to stop scam on corona patient's funeral।Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 14, 2020 8:37 am
  • Updated:September 15, 2020 8:25 am

করোনাতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জনজীবনে ফিরছে দেশ। তবে সংক্রমণ এখনও লাগামহীন। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৪৭ লক্ষ ৫৪ হাজার ৩৫৭জন। মৃত্যু হয়েছে ৭৮ হাজার  ৫৮৬ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ০৫ হাজার  ৯১৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,০০৩ জনের। ভ্যাকসিন  তৈরির কাজ চলছে জোরকদমে।  করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১১.১৩: করোনায় মৃতদেহ সৎকার নিয়ে বেসরকারি সংস্থার কালোবাজারি রুখতে এবার নিজের মোবাইল নম্বর দিয়ে অভিযোগ জানাতে বললেন বিদায়ী ডেপুটি মেয়র তথা পুরসভার অন্যতম প্রশাসক অতীন ঘোষ। তিনি বলেন, “যদি সরকারি নির্দিষ্ট রেটের বাইরে এক টাকাও কোনও সংস্থা দাবি করে তবে তাঁকে কালো তালিকাভুক্ত করা হবে।” নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পুরসভার স্বাস্থ্য বিভাগের ওএসডি’র মোবাইল নম্বরও অভিযোগকারীদের সুবিধার্থে দিয়েছেন। নম্বর দু’টি হল – ৯৮৩০৫৫৫১১১ এবং ৯৮৩০০১১০৪১।

Advertisement

রাত ১১.০৯: ঝাড়খণ্ডে আক্রান্ত আরও ১ হাজার ২৬৩ জন।

Advertisement

রাত ১০.৫৭: অসমে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৪৪ হাজার ১৬৬ জন।

রাত ১০.৫১: পুদুচেরিতে করোনা আক্রান্ত আরও ৪১৪ জন।

রাত ১০.৪২: হিমাচল প্রদেশে করোনা সংক্রমিত আরও ৯,৯২৩ জন।

রাত ৯.৫৮: ২০২৪ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে করোনা টিকা পাওয়া যাবে না, উদ্বেগ বাড়িয়ে দাবি সেরাম কর্তার।

রাত ৯.৪৪: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৭৩০।  

রাত ৯.৩০:  কোভিড আক্রান্ত রোগী। অক্সিজেন স্যাচুরেশন নামছিল দ্রুত। হাঁফরের মতো ওঠানামা করছিল বুক। প্রয়োজন ছিল আইসিইউ বেডের। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত আধিকারিক শত খুঁজেও পাননি আইসিইউ বেড। আর তার অভাবেই শেষপর্যন্ত মারা যান বছর চৌষট্টির দেবল সাহা। এ ঘটনায় শিলিগুড়ি আনন্দলোক হাসপাতালের বিরুদ্ধে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে লিখিত অভিযোগ জানান মৃতের ছেলে। ঘটনায় হাসপাতালকে ১০ হাজার টাকা প্রতীকী জরিমানা করা হয়েছে।

রাত ৯.০৬:  মুম্বইতে আক্রান্ত আরও ২ হাজার ২৫৬ জন।

রাত ৮.৫৬: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ১৭ হাজার ৬৬ জন।

রাত ৮.৫৫: বাংলায় আক্রান্ত আরও ৩ হাজার ২১১ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের।

রাত ৮.২৭: কর্ণাটকে আক্রান্ত আরও ৮ হাজার ২৪৪ জন।

সন্ধে ৭.৫০: করোনা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।

সন্ধে ৭.৪৪: উত্তরাখণ্ডে নতুন করে আক্রান্ত আরও ১ হাজার ৪৩ জন।

সন্ধে ৭.৩৪: হরিয়ানায় আক্রান্ত আরও ২ হাজার ৪৮৮ জন।

সন্ধে ৭.৩১: কোভিড বিধি মেনে শিলিগুড়ির ইসকন মন্দিরে প্রবেশ পুণ্যার্থীদের।

সন্ধে ৭.০৯: পাঞ্জাবে আক্রান্ত আরও ২ হাজার ৪৯৬ জন।

সন্ধে ৭.০৫: চণ্ডীগড়ে আক্রান্ত আরও ২৫৪ জন।

সন্ধে ৬.৫৮: জম্মু ও কাশ্মীরে আক্রান্ত আরও ১ হাজার ২৯৯ জন।

সন্ধে ৬.৪১: অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত আরও ৭,৯৫৬ জন।

সন্ধে ৬.৩৭: তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৭৫২ জন।

সন্ধে ৬.২৭: মণিপুরে আক্রান্ত আরও ৯৬ জন।

সন্ধে ৬.২০: কেরলে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৫৪০ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

সন্ধে ৬.১৫: দিল্লিতে একদিনে আক্রান্ত ৩ হাজার ২২৯ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের।

বিকেল ৫.৪৫: অক্টোবর-নভেম্বর মাসে ইউরোপে বাড়তে পারে করোনায় মৃত্যু। সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিকেল ৫,২৫: পিছিয়ে গেল ইউজিসির নেট পরীক্ষা। ২৪ সেপ্টেম্বর পরীক্ষা শুরু।

বিকেল ৫.০০: হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত আরও ৪১ জন।

বিকেল ৪.২০: রোগ এত তাড়াতাড়ি চলে যেতে পারে না। দ্বিতীয় ধাক্কার জন্য তৈরি থাকতে হবে। সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৩.৩৮: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ৩১১ জন পুলিশ কর্মী। 

দুপুর ৩.২৯: আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোচারের স্বামী দীপক কোচার করোনা আক্রান্ত। ভরতি দিল্লির এইমস হাসপাতালে।

দুপুর ৩.১৯: মীনাক্ষী লেখি, অনন্ত কুমার হেগড়ে-সহ ১৭ জন সাংসদ করোনা আক্রান্ত।

দুপুর ২.১৫: সুস্থতার হারে ব্রাজিলকে টপকে গেল ভারত। ভারতেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা থেকে সেরে উঠেছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, এখনও পর্যন্ত ভারতে ৩৭ লক্ষ ৮০ হাজার ১০৭ জন সুস্থ হয়েছেন।

দুপুর ১.৩৮: হিমাচলে করোনা আক্রান্ত আরও ৪৩ জন।

দুপুর ১.০০: বিশ্বের মধ্যে ভারতে করোনায় মৃত্যু অনেকটাই কম। সংসদে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

বেলা ১২,০০: সাংসদদের বসেই বক্তব্য পেশের নির্দেশ দিলেন স্পিকার ওম বিড়লা।

বেলা ১১.৫০: মহামারী পরিস্থিতিতে অনলাইনে হাজিরা দিলেন সাংসদরা।

বেলা ১১.৩০: চাহিদা তুঙ্গে। হাওড়া থেকে মুম্বই ও আহমেদাবাদের ট্রেন চলবে সপ্তাহে তিনদিন।

বেলা ১১.২০: করোনা পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রাখথেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

সকাল ১০.৪০: বাংলাদেশে করোনা ভাইরাস এখনও গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে। ভাইরাসটি এমনভাবে ছড়াচ্ছে, যার উৎস জানা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক এই সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং সংবাদ মাধ্যমের কাছে এই অভিমত ব্যক্ত করেছেন।

সকাল ১০.৩০: ইউহানের ল্যাব থেকে ছড়িয়েছে করোন ভাইরাস। দাবি ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের।

সকাল ১০.১৫: উত্তরাখণ্ডে করোনা পরীক্ষার নতুন নিয়ম কানুন জারি।

সকাল ৯.৫৮: সামান্য কমল দেশে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৯২ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৬ জনের।

সকাল ৯.৩০: সংসদে প্রাক্তন সাংসদ, বিধায়ক, সাংসদের পরিবারের সদস্য-সহ বাকিদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হল।

সকাল ৯.০০: মহামারী আবহেই শুরু লোকসভা অধিবেশন।  শুরুতেই শোক প্রস্তাব। তবে প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে আজ ছুটি নয়।

সকাল ৮.৫২: করোনা পজিটিভ রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী।

সকাল ৮.৪৪: সংসদের অধিবেশনে যোগ দিতে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা আবহে সাবধানতার সঙ্গে অধিবেশনের কাজ চালানোর জন্য সাংসদদের আহ্বান। খুব দ্রুতই হাতে আসবে ভ্যাকসিন, করোনাকে হারিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে পৃথিবী, আশা প্রকাশ মোদির। সকলকে জানালেন শুভেচ্ছা।

সকাল ৮.৪২: অধিবেশন শুরুর আগে চলছে সংসদ ভবন স্যানিটাইজেশনের কাজ। 

সকাল ৮.৩৮: করোনা আবহে শুরু সংসদের বাদল অধিবেশন। দিনের প্রথমার্ধ্বে অধিবেশন বসছে লোকসভায়। চলবে ১টা পর্যন্ত। দুপুর ৩টে থেকে রাজ্যসভার অধিবেশন। থাকছে না প্রশ্নোত্তর পর্ব। আলোচনার মুখ্য বিষয় হতে চলেছে করোনা মোকাবিলা, লাদাখ ইস্য়ু, জিডিপি।

সকাল ৮.১০: চালু ইস্ট-ওয়েস্ট মেট্রোও। ফুলবাগান থেকে গড়াল ট্রেনের চাকা। নতুন নিয়মে মেট্রো সফর যথেষ্ট সহজ, কোনও জটিলতা নেই, জানাচ্ছেন যাত্রীরা।

সকাল ৮: আনলক ৪ পর্বে প্রায় ছ’ মাস পর গড়াল জনসাধারণের জন্য খুলে গেল কলকাতা মেট্রোর দরজা। নতুন নিয়মে অ্যাপের মাধ্য়মে টিকিট বুক করে, সামাজিক দূরত্ববিধি মেনে মেট্রোয় সওয়ার যাত্রীরা। প্রতিটি স্টেশনে স্যানিটাইজেশনের কাজ চলছে জোরকদমে। এত দিন পর ফের মেট্রো সফরে খুশি যাত্রীরা।

সকাল ৭.৪০: আজ থেকে শুরু হচ্ছে কলকাতা মেট্রো পরিষেবা। নোয়াপাড়া স্টেশনের বাইরে সামাজিক দূরত্ব মেনে লাইনে যাত্রীরা।

Metro-line

সকাল ৭: দিল্লিতে খুলে গেল জিম, যোগা সেন্টার। স্বাস্থ্য়বিধি মেনে বহুদিন পর শরীরচর্চায় বাসিন্দারা।

 

সকাল ৬.৪২: অসমে নতুন করে করোনা আক্রান্ত ১২৯২। এ নিয়ে মোট আক্রান্ত ১,৪১,৭৬৩ জন। মৃত্যু হয়েছে ৪৬৯ জনের।

সকাল ৬.২০: নয়া পর্যায়ে ফের শুরু ‘বন্দে ভারত মিশন’। আরও ১৬ লক্ষ মানুষকে বিদেশ থেকে ফেরানো হবে বিশেষ বিমানে। জানালেন অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী।

সকাল ৬: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। ফের তিন সপ্তাহের জন্য দেশে লকডাউন ঘোষণা ইজরায়েলে। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে লকডাউন পর্ব। ঘোষণা প্রধানমন্ত্রী নেতানইয়াহুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ