সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশের শিশুদের আলোর দিশা দেখাতে উদ্যোগী হলেন এক বিদেশিনী৷ ভারতের পিছিয়ে পড়া সেই সব হাজার হাজার শিশুর লেখাপড়ার জন্য অভিনব পদক্ষেপ নিচ্ছেন সামান্থা গ্যাশ৷ ৩৮০০ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করবেন অস্ট্রেলিয়ার আল্ট্রা ম্যারাথনার৷
আগামী ২২ আগস্ট রাজস্থানের জয়সলমের থেকে তাঁর অভিযান শুরু হবে৷ মেঘালয়ের মৌসিনরামে শেষ হবে দৌড়৷ ৩৮০০ কিলোমিটার দৌড়নোর জন্য সামান্থা সময় নেবেন ৭৬ দিন৷ সামান্থার রান ইন্ডিয়ার প্রজেক্টের একটাই লক্ষ্য৷ সমাজের সেই সব দরিদ্র পিছিয়ে পড়া শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া৷ তাঁর ৭৬ দিনের সফরে যে পরিমাণ অর্থ উঠবে, তার পুরোটাই সামান্থা তুলে দেবেন শিশুশিক্ষা প্রসারের সঙ্গে যুক্ত ছ’টি সংস্থার হাতে৷
প্রাক্তন আইনজীবী সামান্থা বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ কিন্তু গরিব ঘরের বাচ্চা বা পথশিশুদের প্রতিদিন যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এটা তার কাছে কিছুই না৷ আসলে ভারতের বৈচিত্র্যের প্রেমে পড়ে গিয়েছি আমি৷ তবে এখানকার বাচ্চাদের দেখলে আমার মন খারাপ হয়ে যায়৷ ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আমি নিজের হাত নোংরা করতেও রাজি৷”
২০১০ সালে কনিষ্ঠতম মহিলা আল্ট্রা ম্যারাথনার হিসেবে ফোর ডেজার্ট গ্র্যান্ড স্লাম চ্যালেঞ্জে সাফল্য পেয়েছিলেন সামান্থা৷ আসন্ন দৌড়েও কি কোনও ডায়েট চার্ট মেনে চলবেন তিনি? এমন প্রশ্নের উত্তরে হাসতে হাসতে সামান্থা জানালেন, “রাজস্থান, মেঘালয়ের মধ্যে দিয়ে যাব, আর ভারতীয় খাবার চেখে দেখব না, তাও কি হয়?”