৬ চৈত্র  ১৪২৯  মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

পথশিশুদের শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ বিদেশিনীর

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 18, 2016 6:07 pm|    Updated: August 18, 2016 6:07 pm

Australian Woman is set to Run 3,800 km, to fund education Of underprivileged in India

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশের শিশুদের আলোর দিশা দেখাতে উদ্যোগী হলেন এক বিদেশিনী৷ ভারতের পিছিয়ে পড়া সেই সব হাজার হাজার শিশুর লেখাপড়ার জন্য অভিনব পদক্ষেপ নিচ্ছেন সামান্থা গ্যাশ৷ ৩৮০০ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করবেন অস্ট্রেলিয়ার আল্ট্রা ম্যারাথনার৷

আগামী ২২ আগস্ট রাজস্থানের জয়সলমের থেকে তাঁর অভিযান শুরু হবে৷ মেঘালয়ের মৌসিনরামে শেষ হবে দৌড়৷ ৩৮০০ কিলোমিটার দৌড়নোর জন্য সামান্থা সময় নেবেন ৭৬ দিন৷ সামান্থার রান ইন্ডিয়ার প্রজেক্টের একটাই লক্ষ্য৷ সমাজের সেই সব দরিদ্র পিছিয়ে পড়া শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া৷ তাঁর ৭৬ দিনের সফরে যে পরিমাণ অর্থ উঠবে, তার পুরোটাই সামান্থা তুলে দেবেন শিশুশিক্ষা প্রসারের সঙ্গে যুক্ত ছ’টি সংস্থার হাতে৷

প্রাক্তন আইনজীবী সামান্থা বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ কিন্তু গরিব ঘরের বাচ্চা বা পথশিশুদের প্রতিদিন যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এটা তার কাছে কিছুই না৷ আসলে ভারতের বৈচিত্র্যের প্রেমে পড়ে গিয়েছি আমি৷ তবে এখানকার বাচ্চাদের দেখলে আমার মন খারাপ হয়ে যায়৷ ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আমি নিজের হাত নোংরা করতেও রাজি৷”

২০১০ সালে কনিষ্ঠতম মহিলা আল্ট্রা ম্যারাথনার হিসেবে ফোর ডেজার্ট গ্র্যান্ড স্লাম চ্যালেঞ্জে সাফল্য পেয়েছিলেন সামান্থা৷ আসন্ন দৌড়েও কি কোনও ডায়েট চার্ট মেনে চলবেন তিনি? এমন প্রশ্নের উত্তরে হাসতে হাসতে সামান্থা জানালেন, “রাজস্থান, মেঘালয়ের মধ্যে দিয়ে যাব, আর ভারতীয় খাবার চেখে দেখব না, তাও কি হয়?”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে