BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘দেশদ্রোহীদের’ অটোয় সফর করতে দেবেন না চালকরা!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: March 3, 2017 8:17 am|    Updated: March 3, 2017 8:17 am

Auto drivers of Delhi would not give ride to ‘Anti Nationals’!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী। দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির বাদানুবাদের ফলে এলাকায় রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আর এর ফলেই বেজায় চটেছেন দিল্লির অটোচালকরা।

(জলভর্তি বালতিতে পড়ে মৃত্যু দুধের শিশুর)

ক্রমাগত উত্তপ্ত হয়ে ওঠা এই পরিস্থিতিতে অটোচালকরা দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে অটো নিয়ে যাবেন না বলেই জানিয়ে দিল রাজধানীর অটো ইউনিয়ন। সেই সঙ্গে তাঁরা জানান, ক্রমাগত বাড়তে থাকা অশান্তির জেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন অটোচালকরা।

(কাশ্মীরে গ্রেপ্তার দুই পাক জঙ্গি)

দিল্লি অটোরিকশা সংঘের সদস্য রাজেন্দ্র সোনি বলেছেন, এই সংঘের সদস্য অটোচালকরা কোনও ‘দেশদ্রোহী’কে নিজেদের অটোয় সফর করতে দেবেন না। তিনি আরও বলেন, “অটোচালকরা দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে যেতে ভয় পাচ্ছেন। সেখানে ক্রমাগত ছাত্র সংঘর্ষ চলছে।সংঘর্ষের ফলে তাঁদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।” তাঁর দাবি দ্রুততার সঙ্গে এই দেশদ্রোহীদের গ্রেপ্তার করা উচিত পুলিশের।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে