Advertisement
Advertisement

Breaking News

‘ভারতমাতা কি জয়’ না বললেই পাকিস্তানি! বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

দেখে নিন সেই বিতর্কিত ভিডিও।

Bairia BJP MLA Surendra Singh said' aise logon ko Pakistani kehta hun jo Bharat Mata ki jai bolne se katrate hain'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 26, 2018 10:29 am
  • Updated:September 16, 2019 2:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর মধ্যেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে, এমন বার্তা তিনি আগেই দিয়েছিলেন! আর এবার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং সহজ করে বুঝিয়ে দিলেন- কাদের ‘পাকিস্তানি’ বলে! প্রকাশ্য জনসভায় বললেন, ‘যারা ভারতমাতা কি জয় বলতে দ্বিধাবোধ করে, তাদেরই পাকিস্তানি বলে।’

সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশের বয়রিয়ার বিধায়ক অবশ্য আগাগোড়াই পাক-বিরোধী। কট্টর হিন্দুত্ববাদী এই নেতার ‘ইউএসপি’ই হল তাঁর মুসলিম-বিদ্বেষ! অন্তত নিন্দুকরা এমনটাই বলেন। এহেন ‘লড়াকু’ নেতা যে ভাষায় এদিন মুসলিমদের একাংশকে তুলোধনা করেছেন, বস্তুত তা ছাপার অযোগ্য।

Advertisement

[প্রাণ থাকতে অযোধ্যায় মসজিদের দাবি থেকে সরব না, হুঁশিয়ারি ওয়েইসির]

এই প্রথম নয়। প্রকাশ্য জনসভায় মুসলিম-বিরোধী মন্তব্য তিনি আগেও করেছেন। তালিকাটা বেশ দীর্ঘ। নরেন্দ্র মোদিকে এযুগের ‘অবতার’ বলে আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, মুসলিমরা সাধারণত দেশভক্ত হন না! খুব অল্প সংখ্যক মুসলিমই এ দেশকে ভালবাসেন। তবে আমি বলে দিতে চাই তাঁদের- ভাল না লাগলে এ দেশ ছেড়ে চলে যান। ভারতে আপনাদের জায়গা নেই।

Advertisement

আরএসএস ঘেঁষা এই নেতা দাবি করেন, ২০২৫-এ ভারতে সংগঠনটির ১০০ বছর পূর্ণ হবে। আর তার ঠিক এক বছর আগে, ২০২৪-এ ভারত হিন্দু রাষ্ট্র হবে। তাঁর দেশপ্রেমের বহর রেয়াত করেনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও। এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘রাহুল গান্ধীর দু’রকম চরিত্র রয়েছে। একদিকে তিনি ইটালিয়ান, অন্যদিকে তিনি ভারতীয়।’ তাই আদি ভারতের ন্যায়পরায়ণতা তাঁর কাছ থেকে আশা করা ভুল।’

[জঙ্গিদের গুলিতে শহিদ দুই পুলিশকর্মী, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধের আতঙ্ক]

দেখে নিন সেই বিতর্কিত ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ