Advertisement
Advertisement

অশীতিপর বৃদ্ধার বাড়িতে পেনশন পৌঁছে দিলেন ব্যাঙ্ক ম্যানেজার নিজে

সবার উপরে এখনও মানুষই সত্য...

Bank Manager himself delivers pension to an Old Woman’s House
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 2:05 pm
  • Updated:December 11, 2016 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি নোট বাতিলের সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তাঁদের উপরই৷ দিন-রাতের হিসেব ভুলে আদা-জল খেয়ে করতে হয়েছে কাজ৷ নোট বদল বন্ধ হয়ে গিয়েছে৷ কিন্তু মাস পয়লার টাকার চাহিদায় এখনও ভিড় ব্যাঙ্কগুলিতে৷ বিরক্তি আসা স্বাভাবিক৷ কিন্তু কাজ তো করতেই হবে৷ প্রয়োজনে মানুষের পাশেও দাঁড়াতে হবে৷ এমনটাই মনে করেন প্রভাকর আচার্য৷ তাই যখন শুনলেন ৯৬ বছরের এক বৃদ্ধা অশক্ত দেহে ব্যাঙ্কে আসতে পারছেন না৷ অথচ তাঁর পেনশনের টাকা প্রয়োজন৷ সটান পৌঁছে গেলেন তাঁর বাড়িতে প্রাপ্য অর্থ তুলে দিতে৷

৯৬ বছরের শিবকুমারী মিশ্রর পেনশন অ্যাকাউন্ট রয়েছে বারাণসীর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়৷ যতদিন শরীর সঙ্গ দিয়েছে নিজে গিয়ে পেনশনের টাকা তুলে এনেছেন৷ কিন্তু সম্প্রতি চলার শক্তি হারিয়েছেন৷ তাই চলতি মাসের পেনশন আর তুলতে যেতে পারেননি ব্যাঙ্কে৷ বিষয়টি ব্যাঙ্ক ম্যানেজার প্রভাকরকে জানান তাঁর পরিবার৷ পুরো ঘটনা শোনা মাত্রই সব কাজ ফেলে আগে শিবকুমারীদেবীর প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন প্রভাকরবাবু৷ প্রায় সঙ্গে সঙ্গে পৌঁছে যান বৃদ্ধার বাড়ি৷ সমস্ত নিয়ম মেনেই তাঁর হাতে তুলে দেন প্রাপ্য টাকা৷

Advertisement

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ব্যান্ডেল স্টেশনের কাছে এটিএম-এ টাকা তুলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সরকারি কর্মচারী কল্লোল রায়চৌধুরীর৷ লাইনে থাকা একটি মানুষও সাহায্যের জন্য এগিয়ে আসেননি৷ অমানবিকতার সেই দৃশ্য প্রশ্ন জাগিয়েছিল অনেকের মনে৷ মানুষ কি এখন এতটাই অমানবিক? না, সবক্ষেত্রে নয়৷ প্রমাণ দিলেন প্রভাকর আচার্য৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ