Advertisement
Advertisement
Bank holiday

মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা! জেনে রাখুন জরুরি তথ্য

এক-এক রাজ্যে ছুটির দিন এক-একরকম হয়ে থাকে।

Banks to be Shut for 12 Days In May, Check details | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 25, 2023 7:06 pm
  • Updated:April 25, 2023 7:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি মাসের মতো মে মাসেও বেশ কয়েকদিন ছুটি থাকবে ব্যাংক। এবার পয়লা মে অর্থাৎ শ্রমিক দিবস পড়েছে সোমবার। ফলে সপ্তাহের প্রথম দিনই ছুটি। এছাড়াও গোটা মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা। তাই প্রয়োজনীয় কাজ নিয়ে ব্যাংকমুখী হওয়ার আগে জেনে নিন কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশজুড়ে সমস্ত ব্যাংক বন্ধ (Bank Holyday) থাকে। আর আঞ্চলিক ছুটি ঠিক করে সে রাজ্যের সরকার। তাই এক-এক রাজ্যে ছুটির দিন এক-একরকম হয়ে থাকে। মে মাসে কোন তারিখে কোন রাজ্যে কোন উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে, এই প্রতিবেদনে রইল সেই তালিকা।

Advertisement

[আরও পড়ুন: অত্যন্ত ‘গুরুতর’ বিষয়, কুস্তিগিরদের FIR নিতে হবে, দিল্লি পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের]

১ মে (সোমবার): মে দিবসে দেশের সব ব্যাংকেই ছুটি। এছাড়াও এদিন মহারাষ্ট্র দিবস।
৫ মে (শুক্রবার): বুদ্ধ পূর্ণিমার জন্য ব্যাংকিং পরিষেবা পাওয়া যাবে না পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অসম, বিহার, গুজরাট, অরুণাচল প্রদেশ ও ছত্তিশগড়ে।
৭ মে: রবিবার।
৯ মে (মঙ্গলবার): রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় মিলবে না ব্যাংকিং পরিষেবা।
১৩ মে: মাসের দ্বিতীয় শনিবার।
১৪ মে: রবিবার।
১৬ মে (মঙ্গলবার): সিকিমের প্রতিষ্ঠা দিবস।
২১ মে: রবিবার।
২২ মে (সোমবার): মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানের ব্যাংক।
২৪ মে (বুধবার): নজরুল জয়ন্তীর জন্য ত্রিপুরার ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
২৭ মে: মাসের চতুর্থ শনিবার।
২৮ মে: রবিবার।

Advertisement

[আরও পড়ুন: জোড়াসাঁকোর রবীন্দ্রভারতীতে অবৈধ নির্মাণে KMC-কে ভর্ৎসনা হাই কোর্টের, দ্রুত ভাঙার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ