Advertisement
Advertisement

Breaking News

January 2022

জানুয়ারি মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক? দেখে নিন তালিকা

ব্যাংকে যাওয়ার আগে চটপট জেনে নিন।

Banks To Remain Closed On These Days of January 2022 | Sangbad pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:January 2, 2022 11:01 am
  • Updated:January 2, 2022 11:01 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম মাসে থাকে একাধিক উৎসব। আর তাই প্রতিবারের মতো এবারও জানুয়ারি মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংক। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী থেকে সাধারণতন্ত্র দিবস, সবই উৎযাপিত হবে চলতি মাসেই। আবার ভিন্ন উৎসবের উপর নির্ভর করবে প্রতিটি রাজ্যের ছুটি দিন। তাই যাবতীয় দরকারি কাজ সারার জন্য ব্যাংকে যাওয়ার আগে জেনে রাখুন, কোন কোন দিন ব্যাংকের গেট তালাবন্ধ থাকবে। আর বাকি কোন দিন পাবেন পরিষেবা।

১ জানুয়ারি, ২০২২: চেন্নাই, শিলং, গ্যাংটক, ইম্ফল, আইজলে নতুন বছর উপলক্ষে বন্ধ ছিল ব্যাংক।
৩ জানুয়ারি ২০২২: নববর্ষ অথবা লাসুং পরবের জন্য আইজল এবং গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাংকের পরিষেবা।
৪ জানুয়ারি ২০২২: একই কারণে গ্যাংটকে পরের দিনও বন্ধ ব্যাংক।
১১ জানুয়ারি, ২০২২: মিশনারি দিবস হিসেবে আইজলে তালা বন্ধ রাখা হবে ব্যাংক।
১২ জানুয়ারি, ২০২২: স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় বন্ধ রাখা হবে ব্যাংক।
১৪ জানুয়ারি, ২০২২: মকর সংক্রান্তির কারণে আহমেদাবাদ, চেন্নাই ও ইম্ফলে বন্ধ থাকবে ব্যাংক।
১৫ জানুয়ারি, ২০২২: মকর সংক্রান্তি, মাঠে সংক্রান্তি, পোঙ্গল-সহ (Pongal) ভিন্ন উৎসবের কারণে বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল ও হায়দরাবাদে ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে।
১৮ জানুয়ারি, ২০২২: থাই পুসম উপলক্ষে চেন্নাইয়ে বন্ধ ব্যাংক।
২৬ জানুয়ারি, ২০২২: সাধারণতন্ত্র দিবস (Republic Day) উৎযাপনের জন্য দেশজুড়ে ছুটি থাকবে সমস্ত ব্যাংক।

Advertisement

[আরও পড়ুন: Coronavirus: দেশে একদিনে করোনার কবলে ২৭ হাজারের বেশি! দেড় হাজার ছাড়াল ওমিক্রন সংক্রমণ]

এবার নজর বুলিয়ে নিন ব্যাংকের সাপ্তাহিক ছুটিগুলির দিকে।
২ জানুয়ারি, ২০২২: রবিবার
৮ জানুয়ারি, ২০২২: মাসের দ্বিতীয় শনিবার
৯ জানুয়ারি, ২০২২: রবিবার
১৬ জানুয়ারি, ২০২২: রবিবার
২২ জানুয়ারি, ২০২২: চতুর্থ শনিবার
২৩ জানুয়ারি, ২০২২: রবিবার
৩০ জানুয়ারি, ২০২২: রবিবার

Advertisement

তবে উপরোক্ত দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম পরিষেবা, অনলাইন ব্যাংকিং এবং নেট ব্যাংকিকে সব ধরনের পরিষেবাই পাবেন গ্রাহকরা।

[আরও পড়ুন: চেনাই দায়! প্রবল খাদ্যসংকটের মুখে উত্তর কোরিয়া, আরও রোগা হলেন কিম জং উন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ