Advertisement
Advertisement

হাবিজাবি লেখা নোট নিতে ব্যাঙ্কের আপত্তি? এই নিয়ম জেনে রাখুন

হাবিজাবি লেখা নোট ব্যাঙ্ক না নিলে তাদের জরিমানাও দিতে হবে।

Banks will be fined Rs.10,000 if they deny to exchange Soiled notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 2, 2017 9:34 am
  • Updated:March 2, 2017 9:34 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনম গুপ্তা বেওয়াফা হ্যায়- একাধিক নোটের গায়ে লেখা ছিল এ কথা। সে নোটের ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। কিন্তু সেইসঙ্গে ছড়িয়েছিল গুজবও। যার জেরে অনেকেই ভেবেছিলেন, এই ধরনের লেখা নোটও বাতিল বলে গণ্য করা হবে। কিন্তু তা একেবারেই ভুল। বরং হাবিজাবি লেখা নোট ব্যাঙ্ক না নিলে তাদের জরিমানাও দিতে হবে।

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

নোটে কিছু লেখা থাকলে তা বাতিল বলে গণ্য করা হবে না বলেই জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। তবে কিছু ব্যতিক্রমও আছে। ২০১৩ সালে এক নির্দেশিকায় কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, কোনওরকম রাজনৈতিক বক্তব্য বা স্লোগান নোটে লিখলে তা বাজেয়াপ্ত করা হবে। সুতরাং নোটে কী লেখা আছে, তাও এক্ষেত্রে বিবেচ্য বিষয়। কিন্তু তার মানেই নোটে লেখা চলবে এমনটা কিন্তু নয়। এ ব্যাপারেও পদক্ষেপ করেছিল আরবিআই। ১৯৯৯ সালেই নোটে কিছু না লেখার জন্য জনগণের কাছে আবেদন করা হয়েছিল। সেইসঙ্গে লেখা নোট বদলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল ব্যাঙ্কগুলিকে। তবে অনেক ক্ষেত্রে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হন গ্রাহকরা। কেননা কে নোটে লিখে রেখেছেন, তাঁর কোনও হদিশ মেলে না। এখন লেখা নোট কারও কাছে চলে এলে তা বদলাতে গিয়ে অনেক সময় বিপাকে পড়তে হয়। তবে এক্ষেত্রে আরবিআইয়ের স্পষ্ট নির্দেশ, ব্যাঙ্কগুলি এই ধরনের নোট বদলে দিতে বাধ্য। অন্যথায় ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ব্যাঙ্কগুলিরই। তবে সেক্ষেত্রেও ব্যতিক্রম আছে। দিনে ২০টির বেশি নোট বদলালে বা ৫০০০ টাকার বেশি নোট বদলালে প্রয়োজনীয় ব্যাঙ্ক চার্জ দিতে হবে গ্রাহককে।

Advertisement

চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ