Advertisement
Advertisement

Breaking News

পূর্ণ মর্যাদায় পালিত হল সাধারণতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান

দেখুন সেই অনুষ্ঠানের ভিডিও৷

Beating the Retreat ceremony, which marks the culmination of the four-day-long Republic Day celebrations
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 29, 2017 1:37 pm
  • Updated:January 29, 2017 1:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিটিং রিট্রিট সেরিমনি’র মধ্যে দিয়ে শেষ হল চারদিনের সাধারণতন্ত্র দিবস উদযাপন পর্ব৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে নর্থ ব্লক, সাউথ ব্লক, রাষ্ট্রপতি ভবনকে আলোয় মুড়ে ফেলা হয়েছিল রবিবার৷ বিজয় চকে ‘বিটিং রিট্রিট’ দেখতে এদিন ভিড় করেছিলেন অগণিত দর্শক৷ জাতীয় পতাকাকে অভিবাদন জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্ট ব্যক্তিরা৷

রবিবার এই অনুষ্ঠানে অংশ নেয় ১৬টি মিলিটারি ব্যান্ড, রেজিমেন্টাল সেন্টার ও ব্যাটেলিয়ানের ১৬টি পাইপ ও ড্রাম ব্যান্ড৷ ছিল ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর ব্যান্ডও৷ পাশাপাশি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, বিএসএফ, অধাসেনা ও দিল্লি পুলিশও এদিনের অনুষ্ঠানে অংশ নেয়৷ এদিনের অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো৷

 

সাধারণতন্ত্র দিবসের তিনদিন পর ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠিত হয়৷ সূর্যাস্তের সময় সেনাবাহিনী যখন ব্যারাকে ফেরে, সেই সময়টিকে জানান দিতেই এই রিট্রিটের আয়োজন৷ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে চালু হয় এই রেওয়াজ৷  তারপর থেকে প্রতি বছর নিয়মিতভাবে পালিত হচ্ছে ‘বিটিং রিট্রিট’৷

দেখুন সেই অনুষ্ঠানের ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ