Advertisement
Advertisement

Breaking News

ধূমপানের মতোই ক্ষতিকারক গো-মাংস, দাবি আরএসএস নেতার

ফের বিতর্কে ইন্দ্রেশ কুমার৷

Beef harmful like smoking, claims RSS leader
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2017 1:31 pm
  • Updated:June 8, 2017 1:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে চলা কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকার প্রতিবাদের মধ্যেই এবার সুর চড়াল আরএসএস৷ ধুমপানের মতোই গো-মাংস ক্ষতিকারক৷ তাই কেন্দ্রের নৈতিক দায়িত্ব গো-মাংসে নিষেধাজ্ঞা জারি করা৷ এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা ইন্দ্রেশ কুমারের৷ ইতিমধ্যে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ওই নেতা জানিয়েছেন, সবারই উচিত গো-মাংস পরিহার করা৷

ভারতীয় মুসলমানরা ‘নির্লজ্জ’, দাবি জঙ্গি মুসার ]

Advertisement

এদিন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর উদ্দেশ্যেও বার্তা ছুড়ে দেন তিনি৷ তাঁর দাবি, সংঘের বৈঠকগুলিতে অংশগ্রহণ করলে ভারতকে চিনতে পারবেন রাহুল৷ উল্লেখ্য, গতসপ্তাহে রাহুল জানিয়েছিলেন সংঘের মতবাদের সঙ্গে লড়াই করতে তিনি গীতা ও উপনিষদ পাঠ করছেন৷ ওই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন ইন্দ্রেশ কুমার বলেন, “যদি রাহুল গীতা ও উপনিষদ পাঠ করেন, তাহলে সংঘের প্রতি তাঁর মনোভাব সম্পূর্ণরূপে পাল্টে যাবে৷ তিনি সংঘের বন্ধু হওয়ার জন্য এগিয়ে আসবেন|”

Advertisement

উল্লেখ্য, কয়েক দিন আগেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ইফতার পার্টিতে হাজির ছিলেন  ইন্দ্রেশ কুমার৷ সেখানে তিনি দাবি করেছিলেন, দেশের সমস্ত মুসলিমদের গোমাংস না খাওয়াই উচিত৷ কেননা হজরত মহম্মদ বা তাঁর পরিবারের লোকেরা কখনও গোমাংস খাননি৷ বরং তাঁরা গোমাংস খাওয়াকে অসুখ হিসেবেই গণ্য করতেন৷

[‘মঙ্গলগ্রহে আটকে রয়েছি’, উত্তরে কী বললেন সুষমা?]

প্রসঙ্গত, গো-মাংস ইস্যুতে বিজেপি ও সংঘ পরিবারের বিরুদ্ধে এককাট্টা হয়ে মাঠে নেমেছে বিরোধী দলগুলি৷ চাপে পড়ে কিছুটা সুর নরমও করেছে মোদি সরকার৷ উত্তরপ্রদেশ-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে গো-রক্ষকদের তাণ্ডবে বেশ বিপাকে পরেছে গেরুয়া শিবির৷ তবে যাই হোক না কেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে হিন্দুত্ববাদী মতবাদ থেকে যে আপাতত সরছে না বিজেপি তা স্পষ্ট৷

[দুই মোষের সেবা করতে গিয়ে চরম বিপাকে থানার ওসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ