সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আপত্তিকর ছবি পোস্ট করে বিপাকে পড়লেন এক যুবতী৷ তাঁর নামে দায়ের হয়েছে এফআইআর৷
[ রাম মন্দিরের পাশাপাশি হোক মসজিদও, চাইছেন বিজেপি নেতাই ]
এর আগে একই কাজ করে গ্রেপ্তার হয়েছিল আবদুল রজাক নামে এক যুবক৷ এবার প্রভা এন বেলাভাংলা নামে বেঙ্গালুরুর এক মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি যুব মোর্চা৷ মোর্চার তরফে জানানো হয়েছে, আদিত্যনাথের ছবি বলে যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তা আসলে বিকৃত৷ যোগী আদিত্যনাথের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে এই পোস্ট৷ একই সঙ্গে ধর্মীয় ভাবাবেগেও আঘাত করা হয়েছে৷ সেই প্রেক্ষিতেই দায়ের করা হয়েছে অভিযোগ৷ মোর্চার আরও অভিযোগ, প্রভা জেনেবুঝেই এই পোস্ট করেছেন৷ এই ধরনের পোস্টে যে শান্তি বিঘ্নিত হতে পারে তাঁর অজানা নয়৷ কেননা এর আগেও তিনি এ ধরনের প্ররোচনামূলক পোস্ট করেছেন এবং সে কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে৷ প্রভাকে কুৎসা রটনাকারী বলেও অভিহিত করেছেন মোর্চার সভাপতি৷
[ হস্টেলে ঢুকে ছাত্রীদের অন্তর্বাস চুরি যুবকের, ভাইরাল ভিডিও ]
এদিকে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কটাক্ষ করেছে পরিচালক শিরিষ কুন্দের৷ যোগীর মসনদে বসার খবরের পরই লেখক চেতন ভগত টুইট করে জানান, ক্লাসের সবথেকে দুষ্টু বাচ্চাকে যখন মনিটর করা হয়, তখন সে সবথেকে ভাল হয়ে যায়৷ সেই যুক্তিকে কটাক্ষ করেই শিরিষের বক্তব্য, তাহলে ডন দাউদ ইব্রাহিমও সিবিআই প্রধান হতে পারে কিংবা বিজয় মালিয়া আরবিআইয়ের মাথায় বসতে পারেন৷ যদিও এ টুইট নিয়ে এখনও কোনও বিপাকে পড়তে হয়নি পরিচালককে৷
[ চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে যৌনপেশায় নামাল ‘ফেসবুক বন্ধু’ ]