Advertisement
Advertisement

Breaking News

Bharat Jodo Yatra

দিল্লিতে ভারত জোড়ো যাত্রায় শামিল সোনিয়া গান্ধীও, রাহুলকে শিবমূর্তি উপহার মুসলিম মহিলার

রাহুল জানিয়ে দিলেন, 'ঘৃণার বাজারে' তিনি 'ভালবাসার দোকান' খুলেছেন।

Bharat Jodo Yatra enters Delhi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 24, 2022 12:56 pm
  • Updated:December 24, 2022 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) পৌঁছল দিল্লিতে। বৃহস্পতিবার হরিয়ানায় পৌঁছেছিলেন রাহুলরা (Rahul Gandhi)। এবার সেখান থেকেই তাঁরা পৌঁছলেন রাজধানীতে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী, দলের সাধারণ সচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা এদিন যাত্রায় যোগ দিয়েছেন। আর এখানে এসেই রাহুল জানিয়ে দিলেন বিজেপি ও আরএসএসের তৈরি করা ‘ঘৃণার বাজারে’ তিনি ‘ভালবাসার দোকান’ খুলেছেন।

এদিন দিল্লি সীমান্তে বদরপুরে যাত্রা এসে পৌঁছতেই দলের দিল্লি শাখার প্রধান অনিল চৌধুরী অসংখ্য কংগ্রেস কর্মীর সঙ্গে সেই যাত্রায় যোগ দেন। পরে সকলের উদ্দেশে বার্তা দিতে গিয়ে রাহুল বলেন, ”বিজেপি ও আরএসএসের নীতিই হল কেবল ঘৃণা ও ভয় ছড়ানো। আমরা এটা হতে দেব না। ঘৃণার বাডারেই আমি ভালবাসার দোকান খুলেছি।” উল্লেখ্য, এই কথা হরিয়ানাতেও বলতে দেখা গিয়েছে কংগ্রেস নেতাকে। এদিকে হরিয়ানা ছাড়ার আগে রাহুলের হাতে একটি শিবের মূর্তি তুলে দেন বোরখা পরিহিত এক মুসলিম মহিলা। ছবিটি শেয়ার করা হয়েছে কংগ্রেসের টুইটার হ্যান্ডলে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঈশ্বর আল্লা তেরো নাম।’

Advertisement

[আরও পড়ুন: এলএম টেনই অনুপ্রেরণা! খুন-ছিনতাইয়ের মতো অভিযোগে পুলিশের জালে ‘মেসি গ্যাং’]

Rahul-Gandhi

রাহুল আগেই অভিযোগ জানিয়েছেন, বিজেপি যেন তেন প্রকারেণ এই যাত্রাকে রুখতে চাইছে। আর তাই এই যাত্রা বাতিল করতে চাইছে চিনে করোনা (Coronavirus) বাড়ার কথা বলে। তাঁর দাবি, ”ওরা ভারতের সত্যকে ভয় পাচ্ছে।” প্রসঙ্গত, রাজধানীতে যাত্রা সম্পূর্ণ করার পর আটদিনের বিরতি নেওয়া হবে। এরপর যোগীরাজ্যে প্রবেশ করবে ভারত জোড়ো যাত্রা। তারপর হরিয়ানা হয়ে পাঞ্জাব পেরিয়ে জম্মু ও কাশ্মীরে যাবেন কংগ্রেস নেতারা।

এই যাত্রাকে ঘিরে কংগ্রেস প্রথম থেকেই উচ্চাকাঙ্ক্ষী। বিশেষ করে রাহুল। কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা যায়, এই যাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়। তাঁর কাছে এই যাত্রা ব্যক্তিগত। নিজেকে ও এই ‘সুন্দর’ দেশকে ভাল করে বুঝতে চাওয়াও তাঁর এই যাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্য। শুরু থেকেই গোটা যাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাহুল। যাত্রা চলাকালীন রাহুল কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেননি। এমনকী গুজরাট ও হিমাচল বিধানসভা নির্বাচনের প্রচারেও তিনি যাননি। আসলে রাহুল ‘ভারত জোড়ো’ যাত্রাকেই আপাতত নিজের ধ্যান জ্ঞান করে ফেলেছেন। তাই এবার সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি।

[আরও পড়ুন: ফ্রান্সের উদ্দেশে পাড়ি দিল ‘দ্য সারপেন্ট’ চার্লস শোভরাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ