Advertisement
Advertisement
Rahul Gandhi

‘ভারত জোড়ো’ চলাকালীনই ভোটপ্রচারে যাবেন রাহুল! সাময়িকভাবে স্থগিত থাকবে যাত্রা

দলের সভাপতি হওয়া নিয়ে প্রথমবার মুখ খুললেন রাহুল।

Bharat Jodo Yatra is to connect with people, Says Rahul Gandhi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 9, 2022 2:40 pm
  • Updated:September 9, 2022 5:19 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: কন্যাকুমারী থেকে কংগ্রেসের ভারত জোড়ো (Bharat Jodo) যাত্রা ইতিমধ্যেই রওনা দিয়েছে কাশ্মীরের উদ্দেশে। আগেই জানানো হয়েছিল, প্রায় গোটা রাস্তাই হাঁটবেন রাহুল গান্ধী। কংগ্রেসের অন্দরমহল থেকে যে খবর আসছে, তাতে এটি শুধুই কথার কথা নয়, পরিণত হতে চলেছে বাস্তবে।

কিন্তু গোটা যাত্রায় রাহুল হাঁটা মানে কংগ্রেসকে (Congress) অন্য সমস্যাতেও পড়তে হবে। কারণ সামনেই হিমাচল প্রদেশ ও গুজরাট বিধানসভা নির্বাচন। দুই রাজ্যেই কংগ্রেস প্রধান বিরোধী দল। স্বাভাবিক নিয়মেই সেখানে প্রচারে যাওয়ার কথা রাহুলের। কিন্তু রাহুল প্রচারে গেলে যাত্রার কী হবে? কংগ্রেস সূত্রে শোনা যাচ্ছে, যে সময় প্রচারে যাবেন রাহুল, তখন সাময়িকভাবে স্থগিত থাকবে ভারত জোড়ো যাত্রা। যেখান থেকে প্রচার করতে যাবেন রাহুল, সেখানেই অপেক্ষা করবেন যাত্রীরা। একদিন বা দু’দিন পর প্রচার থেকে তিনি ফেরার পর আবার সেই স্থান থেকেই শুরু হবে যাত্রা। অর্থাৎ আপাতত যে পরিকল্পনা নিয়ে রেখেছে কংগ্রেস বা বলা ভাল রাহুল গান্ধী (Rahul Gandhi), তাতে যাত্রার গোটা রাস্তাই হাঁটবেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বাগুইআটি জোড়া খুন: ২ সপ্তাহ লুকিয়েও শেষ রক্ষা হল না, হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত সত্যেন্দ্র]

বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বৃহস্পতিবার থেকে শুরু হয় রাহুলের যাত্রা। পথে কেউ তাঁকে এগিয়ে দিয়েছেন ডাব, কোথাও পড়ুয়ারা এসে দেখা করেন রাহুলের সঙ্গে। ২০১৭ সালে তামিলনাড়ুর নিট (NEET) পরীক্ষার্থী এস অনিথা আত্মহত্যা করেছিলেন। এদিন তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেন রাহুল। বস্তুত, পথে নেমে সত্যিকারের জনসংযোগের কাজও যে করবেন রাহুল, তার ইঙ্গিত মেলা শুরু হল প্রথম থেকেই।শুক্রবারও তাঁর যাত্রায় ভাল সাড়া দেখা যায় তামিলনাড়ুতে। এদিন ফের দলের সভাপতি হওয়া নিয়ে মুখও খুলেছেন ওয়ানড়ের সাংসদ। সভাপতি হবেন কিনা সেই প্রশ্নে রাহুল সাফ জানিয়ে দিয়েছেন,তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দলের সভাপতি নির্বাচন যখন হবে তখন নিজের সিদ্ধান্ত জানাবেন। তখনই স্পষ্ট হবে রাহুল সভাপতি হবেন কিনা। 

[আরও পড়ুন: রানি এলিজাবেথের মুকুটের কোহিনূর এবার কার মাথায়? শোকের আবহেই গুঞ্জন শুরু ব্রিটেনে]

এসবের মধ্যে আবার বিজেপি এই যাত্রা নিয়ে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। রটানো হচ্ছে গুজবও। বিজেপির (BJP) তরফে দাবি করা হচ্ছে, ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতাদের জন্য এলাহী আয়োজন করা হয়েছে। সেই গুজব ওড়াতে রাহুলরা যে কন্টেনারে রাত কাটাবেন তার ভিডিও-ও প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement