সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরাকে পাঠানো আয়কর দপ্তরের নোটিসকে ঘিরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করল বিজেপি৷ প্রশ্ন তুলল, সমস্ত বিষয়ে মুখ খুললেও এই বিষয়ে এখনও কেন চুপ তিনি? এখানেই শেষ নয়, ঋণখেলাপি করে বিদেশে পালিয়ে যাওয়া শিল্পপতি বিজয় মালিয়ার সঙ্গে একই সারিতে রবার্ট বঢরাকে বসিয়ে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করল গান্ধী পরিবারের৷ অভিযোগ তুলল, কংগ্রেস আমলেই বেড়েছে জালিয়াতদের বাড়বাড়ন্ত৷ যার ফল এখন ভুগতে হচ্ছে দেশকে৷
[ঝাড়খণ্ডে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণ, শহিদ ৭ জওয়ান]
বুধবার সাংবাদিক সম্মেলন করে কার্যত কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র৷ তিনি প্রশ্ন করেন, বিজয় মালিয়ার বিষয়ে কংগ্রেস সভাপতি এত মুখ খুললেও, নিজেদের পরিবারের লোকের বিষয়ে কেন মুখ খুলছেন না রাহুল গান্ধী? তাঁর সংযোজন, ২০১০-১১ অর্থবর্ষে নিজের সংস্থার ভুয়ো আয়কর সার্টিফিকেট জমা দিয়েছিল রবার্ট বঢরা৷ কিন্তু তদন্ত করে দেখা গিয়েছিল সেই সার্টিফিকেটে অনেক গড় মিল করা হয়েছে৷ এরপর বঢরাকে আয়কর দপ্তর সঠিক কর জমা করার নির্দেশ দিয়ে নোটিস পাঠালেও তা এখনও জমা করেনি রাহুলের ভগ্নীপতি৷
[সিনেমায় পা রাখছেন লালুর ছেলে, তেজপ্রতাপের নতুন পদক্ষেপে ‘বিচ্ছেদ-জল্পনা’ তুঙ্গে]
প্রসঙ্গত, দিল্লির সংস্থা স্কাই লাইট হসপিটালিটির সঙ্গে যোগ পাওয়া গিয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী শিল্পপতি রবার্ট বঢরার৷ ২০১০-১১ অর্থবর্ষে এই সংস্থা নিজেদের আয়কর রিপোর্টে দেখিয়েছিল তাদের বার্ষিক আয় মাত্র ৩৬.৯ লাখ টাকা৷ কিন্তু পরে তদন্তে উঠে আসে অন্য তথ্য৷ দেখা যায়, সেই বছর ৪২.৯৮ কোটি টাকা রোজগার করেছে সংস্থাটি৷ তারপরেই ওই সংস্থাকে নির্দেশিকা দিয়ে আয়কর দপ্তর বলেছিল, ২৫ কোটি টাকার আয়কর জমা করার৷ যা এখনও জমা পড়েনি বলে সূত্রের খবর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.