Advertisement
Advertisement

‘বছর শেষেই জম্মু-কাশ্মীরে নির্বাচন’, সংসদে ঘোষণা অমিত শাহের

আরও ছ’মাস জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি রাখার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর৷

Bidhansava Election in J&K will be held by the year end
Published by: Tanujit Das
  • Posted:June 28, 2019 3:12 pm
  • Updated:June 28, 2019 3:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে দিয়েছে সরকার৷ চলতি বছরের শেষের দিকে ভূস্বর্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন৷’’ শুক্রবার লোকসভায় এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ জানালেন, রমজান ও অমরনাথ যাত্রাকে মাথায় রেখে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে কেন্দ্র৷ পাশাপাশি, জোরকদমে চলছে নির্বাচনের প্রস্তুতি৷

[ আরও পড়ুন: সরকারি বিজ্ঞাপনে খরচ কত? সংসদে হিসাব চেয়ে সরব মহুয়া মৈত্র]

Advertisement

২০১৪-র বিধানসভা নির্বাচনে মেহবুবা মুফতির পিডিপির সঙ্গে জোট করে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ময়দানে অবতীর্ন হয় বিজেপি৷ প্রবল মোদি ঝড়ে সেখানেও ব্যাপক ভাল ফলাফল করে বিজেপি৷ ৮৭ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় ২৮ আসন পায় পিডিপি এবং বিজেপি পায় ২৫ আসন৷ বিজেপিকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন মেহবুবা মুফতি৷ কিন্তু প্রায় চার বছরের মাথায় বিজেপি-পিডিপি মধুচন্দ্রিমায় ইতি পড়ে৷ গত বছর জুন মাসে পিডিপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি৷ বিজেপি-পিডিপি জোট ভাঙে৷ এবং এরপরই জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করেন রাজ্যপাল সত্যপাল মালিক৷ ভেঙে দেন বিধানসভা৷ শুক্রবার সংসদের নিম্নকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দেন, আরও ছ’মাস জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি রাখা উচিত৷ এবং এরপর অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন৷

[ আরও পড়ুন: ‘দাভোলকরের মাথায় গুলি করেছিলাম’, গায়ে কাঁটা দেওয়া বিবরণ খুনির ]

এখানেই শেষ নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাশ্মীর সমস্যা সমাধানেরও ইঙ্গিত দিয়েছিলেন অমিত শাহ। ক্রমাগত জঙ্গি হামলা এবং বিচ্ছিন্নতাবাদীদের বাড়বাড়ন্ত যেভাবে সেখানকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, তা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন তিনি৷ এমনকী, কাশ্মীর বিধানসভার পুনর্বিন্যাসেও তৎপর হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে জম্মু ও কাশ্মীর বিধানসভার মোট আসন ৮৭। এর মধ্যে কাশ্মীর উপত্যকায় আসন রয়েছে ৪৬টি। জম্মুতে আসনসংখ্যা ৩৭। এবং লাদাখে আসনসংখ্যা ৪। এতদিন সাধারণত কাশ্মীর উপত্যকায় যে দল বেশি আসন পেত সেই দলই সরকার গড়ত। কিন্তু এবার কেন্দ্র চাইছে পুনর্বিন্যাসের মাধ্যমে হিন্দুপ্রধান জম্মুতে আসনসংখ্যা বাড়িয়ে নিতে। যাতে অদূর ভবিষ্যতে জম্মু ও কাশ্মীরে কোনও হিন্দুকে মুখ্যমন্ত্রী করা যায়। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই জম্মু-কাশ্মীর সফরে গিয়েছিলেন অমিত শাহ৷ অমরনাথ যাত্রার আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি৷ কথা বলেন নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে৷ এরপরই শুক্রবার শাহের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement