Advertisement
Advertisement

Breaking News

শৌচালয় বানাতে মঙ্গলসূত্র বন্ধক গৃহবধূর

বিহারের বারাখান্না গ্রামের মহিলা স্থানীয় একটি প্রাথমিক স্কুলে রান্নার কাজ করেন৷ বাড়িতে শৌচাগার তৈরি করার জন্য অনেক দিন ধরে অল্প অল্প করে অর্থ জমাচ্ছিলেন তিনি৷

Bihar woman mortgages 'mangalsutra' for building toilet at home
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 9:34 pm
  • Updated:July 18, 2016 9:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছভারত গড়ে তুলতে অভিনব পদক্ষেপ নিলেন বিহারের ফুল কুমারী৷ মঙ্গলসূত্র বন্ধক রেখে বাড়িতে শৌচালয় বানালেন তিনি৷

বিহারের বারাখান্না গ্রামের মহিলা স্থানীয় একটি প্রাথমিক স্কুলে রান্নার কাজ করেন৷ বাড়িতে শৌচাগার তৈরি করার জন্য অনেক দিন ধরে অল্প অল্প করে অর্থ জমাচ্ছিলেন তিনি৷ কিন্তু তাতেও কিছু টাকা কম পড়ে যায়৷ তখনই ঠিক করে ফেলেন, যেভাবেই হোক, শৌচাগার বানাতেই হবে৷ মঙ্গলসূত্র বন্ধক দিয়ে টাকা জোগাড় করেন৷ কিন্তু ফুল কুমারীর পক্ষে কাজটা মোটেও সহজ ছিল না৷ মঙ্গলসূত্র বন্ধক দেওয়ার কথা জানতে পারা মাত্রই তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তীব্র আপত্তি জানান৷ স্বামী ও শ্বশুরের সঙ্গে বচসাও হয় তাঁর৷ হিন্দু ধর্মে মঙ্গলসূত্র সিঁদূরের মতোই মূল্যবান৷ গৃহবধুর এমন সিদ্ধান্ত তাই কিছুতেই মেনে নিতে পারেননি তাঁরা৷ ফুল কুমারী অবশ্য হাল ছাড়েননি৷

Advertisement

অবশেষে রোহতাসের জেলাশাসক অনিমেশ কুমারের উপস্থিতিতেই তাঁদের বাড়িতে শৌচালয় বানানোর কাজ শুরু হয়৷ আগামী দশ দিনের মধ্যে শৌচালয় তৈরি হয়ে যাবে বলে আশ্বাস দেন জেলাশাসক৷ ফুল কুমারীর এমন সাহসী উদ্যোগকে সম্মান জানাতে তাঁকে জেলার শৌচ কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ মহিলার এই পদক্ষেপই গ্রামের বাকিদের অনুপ্রেরণা দেবে বলে আশা জেলাশাসকের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ