Advertisement
Advertisement

Breaking News

গ্রামের নাম ‘স্ন্যাপডিল ডট কম নগর’, ঠিকানা ভারত

বিশ্বাস না হলে নিজেই ক্লিক করে জানুন নিজের দেশের এই কাহিনিটি৷

Bizarre! This UP village is named after Snapdeal.com
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2017 2:09 pm
  • Updated:July 13, 2018 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের নাম ‘স্ন্যাপডিল ডট কম নগর’৷ দেশের নাম ভারতবর্ষ৷ না, কোনও নেটওয়ার্কের গাফিলতি নয় এটাই  সত্যি৷ একেবারে ঘোর বাস্তব৷ বিশ্বাস না হলে উত্তরপ্রদেশের মুজফফরনগরে গিয়ে ঘুরে আসতেই পারেন৷ নিজের চোখে দেখে নিতে পারেন গ্রামের সামনে ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই লেখা রয়েছে নামটি৷ ‘স্ন্যাপডিল ডট কম নগর’৷

[OMG! ঠিক এই কারণেই অকালে দাঁত পড়ে যায়]

Advertisement

কিন্তু কেন এমনটা নাম? ভারতীয় বিপণি সংস্থাটির নামই বা কেমন করে ওয়েবসাইটের সীমানা ছাপিয়ে উঠে এল গ্রামের সামনের এই প্ল্যাকার্ডে? প্রশ্নের উত্তরে জানা গেল, এ কাহিনির সূত্রপাত ২০১১ সালে৷ সে সময় গ্রামটির নাম ছিল শিব নগর৷ যেখানে কিছু কল্যাণমূলক কাজ করার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন স্ন্যাপডিল সংস্থার সিইও কুণাল বহল৷ গ্রাম পরিদর্শনের সময় তিনি খেয়াল করেন৷ গ্রামের পানীয় জলের সংস্থানটি বেশ দূরে৷ সারা বছর যেখানে পায়ে হেঁটে জল বয়ে আনতে যেতে হয় স্থানীয় মহিলাদের৷ এই কষ্ট লাঘব করতেই গোটা গ্রামে ১৫টি হ্যান্ডপাম্প তৈরি করে দেওয়া হয় স্ন্যাপডিল সংস্থার পক্ষ থেকে৷

Advertisement

[শ্রীরামপুরে মহিলাদের অশ্লীল ছবি ফেসবুকে, পুলিশের জালে মূল অভিযুক্ত]

সেই উপকারের প্রতিদানেই গ্রামবাসীরা সকলে মিলে ঠিক করেন গ্রামের নাম বদলে দেবেন তাঁরা৷ আর নাম রাখবেন তাঁদের পানীয় জলের সুরাহা করা সংস্থাটির নামে৷ যেমনি ভাবা, তেমনিই হয়েছে কাজ৷ শিব নগরের নাম অল্প দিনেই হয়ে গিয়েছে স্ন্যাপডিল ডট কম নগর৷ গ্রামবাসীদের এই প্রতিদানে বেজায় খুশি স্ন্যাপডিল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা তথা সিইও কুণাল বহল৷ উত্তরপ্রদেশের এই অখ্যাত গ্রামকে আরও উন্নত করতে চান তিনি৷ গ্রামবাসীদের জন্য গড়ে দিতে চান স্বাস্থকেন্দ্র৷ অদূর ভবিষ্যতে গ্রামের ইচ্ছুক বাসিন্দাদের কম্পিউটার শিক্ষা দেওয়ার পরিকল্পনাও রয়েছে সংস্থার৷ যাতে তাঁরাও স্ন্যাপডিল পরিষেবার সাক্ষী হতে পারেন৷

[এবার ছোটপর্দায় আসছে বাবা রামদেবের বায়োপিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ