Advertisement
Advertisement

Breaking News

প্রার্থীতালিকা

বারাণসী থেকে ভোটে লড়ছেন মোদি, গান্ধীনগর থেকে ময়দানে অমিত শাহ

প্রার্থীতালিকা থেকে বাদ বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা৷

BJP announces first list of candidates, Modi to fight from Varanasi
Published by: Sayani Sen
  • Posted:March 21, 2019 8:37 pm
  • Updated:March 21, 2019 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল-কংগ্রেস আগেই ঘোষণা করে দিয়েছিল প্রার্থীতালিকা৷ সেখানে একাধিকবার বৈঠকের পরও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির৷ সেই জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার সন্ধ্যায়৷ এদিনই প্রথম দফায় দেশের ১৮২টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি৷

আগাম ঘোষণা অনুযায়ী লোকসভা নির্বাচনে বারাণসী থেকে লড়ছেন নরেন্দ্র মোদি৷ প্রত্যাশা মতোই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আমেঠি কেন্দ্র থেকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্মৃতি ইরানি৷ তাৎপর্যপূর্ণভাবে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ গুজরাটের গান্ধীনগর থেকে প্রার্থী হচ্ছেন তিনি৷ রাজনীতিক বিশ্লেষকদের মতে, ফের এনডিএ ক্ষমতায় এলে বড় পদে বসতে চলেছেন অমিত শাহ৷ এছাড়াও হেভিওয়েট প্রার্থীদের মধ্যে লখনউ থেকে লড়ছেন রাজনাথ সিং৷ এদিকে, বিক্ষুব্ধ শত্রুঘ্ন সিনহাকে টিকিট দেয়নি দল৷ তার পরিবর্তে পাটনা সাহিব আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন রবিশংকর প্রসাদ৷

Advertisement

[জল্পনার অবসান, প্রথম দফায় রাজ্যের ২৮টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির]

সংঘ পরিবারের গড় নাগপুর থেকে লড়ছেন নীতীন গড়কড়ি৷ তিনি বলেছেন, ‘‘দল আমার উপর বিশ্বাস রেখেছে৷ এবারে আরও বেশি ব্যবধানে জিতব আমি৷’’ বলা হয়, দিল্লির মসনদের পথ উত্তরপ্রদেশ হয়েই যায়৷ সেই কথা মাথায় রেখে লখনউ থেকে রাজনাথ সিংকে প্রার্থী করেছে বিজেপি৷

Advertisement

এছাড়াও মথুরা থেকে লড়ছেন হেমা মালিনী৷ গাজিয়াবাদ থেকে লড়ছেন জেনারেল ভি কে সিং৷ মুম্বই নর্থ-সেন্ট্রাল থেকে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়ছেন পুনম মহাজন৷ জয়পুর গ্রামীণ থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ