সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীয়নেতার অপ্রীতিকর কাজকর্মের জন্য ফের অস্বস্তির মুখে বিজেপি। বিনা কারণে ট্রাক চালককে মারধর করে তোলা আদায়ের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। শুধু মারধরই নয়, ট্রাকটিতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের তির উত্তরপ্রদেশের বিজেপি নেতা দয়াশঙ্কর সিংয়ের দিকে। মারধরের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভিতে। দলীয়নেতার এহেন কর্মকাণ্ডে স্বভাবতই অস্বস্তির মুখে পড়েছে বিজেপি নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে লখনউয়ের জানুপুরের এক পেট্রোলপাম্পে।
[ওষুধ দিতে একই সিরিঞ্জের ব্যবহার, যোগীর রাজ্যে HIV আক্রান্ত ৪০]
আক্রান্ত ট্রাক চালকের নাম নরেন্দ্র। তিনি জানিয়েছেন, পেট্রোলপাম্পে তেল ভরতে এসেছিলেন। পাম্পের ভিতরেই ছিল ট্রাক। আচমকাই এসইউভি চড়ে সেখানে আসেন দয়াশঙ্কর সিং। অভিযোগ, কোনওরকম উচ্চবাচ্চ্য ছাড়াই নরেন্দ্রকে মারধর শুরু করেন তিনি। সেই সময় আশপাশে বেশ কয়েকজন উপস্থিত থাকলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। চালকের কাছে থাকা ৬২ হাজার ৫০০ টাকাও নিয়ে নেন। এরমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় একটি সাদা রঙের স্করপিও। বিজেপিনেতা সেই গাড়ি থেকে একটা রড নিয়ে আসেন। তারপর ট্রাকের কাচ ও ভেঙে দেন দয়াশঙ্কর। গোটা ট্রাকটাকে তছনছ করা হয়।
বিষয়টি হয়তো প্রকাশ্যেই আসত না। যদি না ঘটনাস্থলে সিসিটিভি থাকত। সিসিটিভিতেই ওই বিজেপি নেতার কর্মকাণ্ড ধরা পড়েছে। তিনি যে ট্রাক চালককে মারধর করছেন তা স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্ব। এদিকে নিজের কৃতকর্ম নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত নেতা। দলের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।
[এবার নিশানায় হাসপাতাল, কাশ্মীরে জঙ্গিদের গুলিবৃষ্টিতে শহিদ পুলিশকর্মী]
তবে এই প্রথম বিতর্কের কেন্দ্রবিন্দুতে দয়াশঙ্কর, এমন নয়। আগেও উলটোপালটা মন্তব্য করে তিনি দল থেকে বহিষ্কারও হয়েছেন। ২০১৬ সালে বহুজন সমাজপার্টির (বিএসপি) নেত্রী মায়াবতীর উদ্দ্যেশ্যে বিতর্কিত মন্তব্য করেন দয়াশঙ্কর সিং। তিনি বলেন, কে কত টাকা দিচ্ছে তার বিনিময়ে পার্টির টিকিট বিলি করছেন বিএসপি নেত্রী। তাঁর থেকে তো একজন যৌনকর্মীও ভাল। এহেন বিবৃতির পরেই ওই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। দায় এড়াতে প্রায় সঙ্গে সঙ্গে দয়াশঙ্কর সিংকে বহিষ্কার করে বিজেপি। পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছেড়ে উধাও হয়ে যান দয়াশঙ্কর সিং। ১০ দিন পর ওই হছরই ২৯ জুলাই বিহারের বক্সার থেকে তাঁকে গ্রেপ্তার করে লখনউ পুলিশ। বেশ কিছুদিন জেলে কাটিয়ে মুক্তি পান ওই বিজেপি নেতা। এরও অনেকদিন পরে তাঁর উপর থেকে বহিষ্কারের খাঁড়া সরিয়ে নেয় বিজেপি।
#WATCH BJP leader Dayashankar Singh thrashing truck driver, vandalising his truck at a petrol pump in Jaunpur (CCTV footage of 04.02.18) pic.twitter.com/VenNZkrxgl
— ANI UP (@ANINewsUP) February 6, 2018