Advertisement
Advertisement

Breaking News

উনিশের আগে চমক বিজেপির, গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন ৩ সুপারস্টার!

কারা কারা প্রার্থী হচ্ছেন?

BJP looking to put celebrity candidates in loksava election
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2018 6:42 pm
  • Updated:July 15, 2018 6:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ লোকসভা ভোট আক্ষরিক অর্থেই হতে চলেছে তারকাখচিত। ২০১৪ লোকসভা ভোটের ধারা অব্যাহত রেখে এবারেও একগুচ্ছ তারকাকে প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির। বিজেপি শিবিরের দাবি, একাধিক বলি তারকা তাদের শিবিরে যোগ দিতে চলছেন ভোটের আগে।  গত লোকসভা ভোটেও বেশ কয়েকজন সেলিব্রিটিকে প্রার্থী করেছিল বিজেপি। তাতে রীতিমতো সাফল্যও পেয়েছিল গেরুয়া শিবির। দুই গায়ক বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, অভিনেতা কিরণ খের, পরেশ রাওয়াল, অলিম্পিকে পদকজয়ী শুটার রাজ্যবর্ধন সিং রাঠোর সকলেই বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন। এদের অধিকাংশকেই এবার টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু এবারে অপেক্ষা করছে আরও বড় চমক।

[দাবি না মানা হলে ভারত বনধ, প্রধানমন্ত্রীকে হুমকি দলিত সংগঠনগুলির]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগামী লোকসভা ভোটে বিজেপির টিকিটে নির্বাচনী আসরে নামতে চলেছেন সুপারস্টার অক্ষয় কুমার। পাঞ্জাব বা দিল্লির কোনও লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়তে চলেছেন তিনি। যদিও অক্ষয় ভারতীয় নাগরিক নন, তিনি কানাডার নাগরিক। শোনা যাচ্ছে, তাঁকে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছে গেরুয়া শিবির। প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে অনুপম খেরকে। অনুপম খের প্রার্থী হতে পারেন দিল্লির কোনও লোকসভা আসন থেকে। নানা পাটেকরকেও দলে টানার চেষ্টা করছে বিজেপি। তাঁকে প্রার্থী করা হতে পারে মহারাষ্ট্রের কোনও লোকসভা কেন্দ্র থেকে। বিজেপি সূত্রের খবর, দলের অভ্যন্তরের বৈঠকে এই নামগুলি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সব রাজ্যগুলিতে আলাদা আলাদা করে স্থানীয় সেলেব্রিটিদের দলে টানার চেষ্টা করবে বিজেপি। দলের এক নেতা জানিয়েছেন, সেলেব্রিটিরা প্রার্থী হলে যে সব অঞ্চলে দল অপেক্ষাকৃত দুর্বল সেই সব অঞ্চলে জয়ের সম্ভাবনা বাড়ে।

Advertisement

[দ্বন্দ্ব মিটিয়ে উনিশের আগেই টিম মোদিতে শামিল হচ্ছেন প্রশান্ত কিশোর!]

তবে, একা বিজেপি নয়, কংগ্রেসও ভোটের আগে সেলিব্রিটিদের দলে টানার চেষ্টা করছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে অভিনেতা রীতেশ দেশমুখ কংগ্রেসের টিকিটে লোকসভার প্রার্থী হচ্ছেন। দক্ষিণের বেশ কয়েকজন অভিনেতা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন ইতিমধ্যেই। তাদেরও কাউকে কাউকে টিকিট দেওয়া হতে পারে। এর আগেও কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে সফল হয়েছেন অভিনেতা গোবিন্দা, রাজ বব্বর, ক্রিকেটার আজহারউদ্দিন। এদের আবার দলের তরফে টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ