Advertisement
Advertisement

Breaking News

BJP Minority Cell

‘মোদির পাশে মুসলিমরা’, অপারেশন সিঁদুর ও সরকারের সাফল্য প্রচারে উত্তরপ্রদেশের সংখ্যালঘু সংগঠন

সরকারের ১১ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরবে সংখ্যালঘু সেল।

BJP Minority Cell will hold outreach meeting to support PM Modi
Published by: Amit Kumar Das
  • Posted:June 10, 2025 4:01 pm
  • Updated:June 10, 2025 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে এবার প্রচারে নামল বিজেপির মুসলিম সংগঠন। মোদি সরকারের জনমুখী প্রকল্প ও অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে উত্তরপ্রদেশ বিজেপির সংখ্যালঘু সংগঠনের তরফে শুরু হচ্ছে এই প্রচার। এর মাধ্যমে উত্তরপ্রদেশের দরগা, মাদ্রাসা, মসজিদ, গুরুদ্বার ও চার্চের মতো ধর্মীয় স্থানের সামনে মোদি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে।

উত্তরপ্রদেশ বিজেপির সংখ্যালঘু সংগঠনের প্রধান কুনওয়ার বসিত আলি মঙ্গলবার বলেন, “মোদি সরকারের সমর্থনে প্রচার শুরু করতে চলেছি আমরা। সংখ্যালঘুদের মধ্যে সচেতনতা প্রচারে বিলি করা হবে সংবিধানের কপি। প্রচারের ব্যানার হবে, ‘অল্পসংখ্যক কা পয়গাম, মোদিকে সাথ মুসলমান’ অর্থাৎ ‘সংখ্যালঘুদের বার্তা, দেশের মুসলিমরা মোদির পাশে’। কুনওয়ার বলেন, রাজ্যের সকল বড় শহরগুলিতে সংখ্যালঘু সংগঠনের এই প্রচারে তুলে ধরা হবে সরকারের ১১ বছরের সাফল্যের খতিয়ান।”

সংগঠনের তরফে জানানো হয়েছে, “আগামী ১২ জুন লখনউয়ের অটলবিহারী কনভেনশন সেন্টার থেকে শুরু হবে এই প্রচার অভিযান। সেখানে অপারেশন সিঁদুরে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধা জানানো হবে। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে ৪০৩টি মাদ্রাসায় যোগার আয়োজন করা হবে। যেখানে অংশ নেবেন মাদ্রাসার সমস্ত শিক্ষক, পড়ুয়া ও স্থানীয় নাগরিকরা।”

কুনওয়ার বলেন, “মুসলিম সম্প্রদায়ের দারিদ্র ঘোচাতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশই মুসলিম। আর সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ৪০ শতাংশই মুসলিম সম্প্রদায়ের মানুষরা পান। যার জেরে মুসলিমদের আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি হয়েছে।” তাঁর কথায়, “এই প্রচারের মূল লক্ষ্য হল মোদি সরকারের প্রতি মুসলিম মুসলিমদের আস্থা বৃদ্ধি করা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement