Advertisement
Advertisement

Breaking News

‘ওঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?’ বৈঠকের আগেই বিরোধী জোটকে কটাক্ষ বিজেপির

অন্তর্দ্বন্দ্ব তৈরি করার কৌশল, মত রাজনৈতিক মহলের৷

BJP mocks all-party meet
Published by: Tanujit Das
  • Posted:December 10, 2018 3:57 pm
  • Updated:December 10, 2018 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশের লোকসভা নির্বাচনের রণকৌশল প্রস্তুত করতে সোমবার রাজধানীতে বৈঠকে বসছে প্রায় সবকটি বিরোধী দল৷ কিন্তু তার আগেই বিরোধীদের মনোবল নষ্ট করতে তৎপর শাসক বিজেপি৷ তাঁদের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়৷ জানতে চাইলেন, বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?

[লোকসভা ভোটে বিরোধী ঐক্যে শান, দিল্লিতে জোট বৈঠকে মধ্যমণি মমতা]

Advertisement

সোমবারের রাজধানীর মেগা বিরোধী বৈঠককে প্রথমে স্বাগত জানান শাসকদলের এই শীর্ষ নেতা৷ তিনি জানান, শাসকের বিরুদ্ধে একজোট হচ্ছে সবকটি বিরোধী রাজনৈতিক দল, এটা খুবই ভাল কথা৷ এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, “আমাদের তো প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি আছেন, ওঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবে? ওঁদের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে বলুন৷” কেবল কৈলাসই নন, বিরোধী জোটের অন্যতম কারিগর তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়ও৷ তৃণমূলত্যাগী এই বিজেপি নেতার প্রশ্ন, “প্রথমে তৃণমূল সুপ্রিমো বলতেন সিপিএম ও কংগ্রেস উভয়ই টিএমসি-র শত্রু৷ এবার উনি স্পষ্ট করুন, তাহলে কী ওঁনারা এখন বন্ধু হয়ে গিয়েছেন?”

Advertisement

[লোকসভার আগে ভাঙন এনডিএতে, মন্ত্রিত্ব ছাড়লেন উপেন্দ্র কুশওয়াহা]

উনিশের মহারণকে সামনে রেখে সোমবার রাজধানীতে বৈঠকে বসতে চলেছে প্রায় সবকটি রাজনৈতিক দল৷ ইতিমধ্যে নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন এই বৈঠকের গুরুত্বপূর্ণ দুই কারিগর টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধান বৈঠকের আগে একান্তে বৈঠকও করেন অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের দুই মুখ্যমন্ত্রী৷ এদিনের মূল বৈঠকে থাকার কথা রয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের মতো নেতাদের৷ বৈঠকে থাকছে, সিপিআই, আপ, সপা, আরজেডি-সহ একাধিক রাজনৈতিক দল৷ সূত্রের খবর, নিজে না আসলেও বৈঠকে কোনও প্রতিনিধিকে পাঠাতে পারেন বিএসপি নেত্রী মায়াবতীও৷ প্রথম থেকেই বিরোধীদের এই বৈঠকের উপর কড়া নজর রাখছে গেরুয়া শিবির৷ ফলে রাজনৈতিক মহলের ধারণা, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিরোধীদের এই বৈঠককে কটাক্ষ করছেন শাসকদলের নেতারা৷ তাঁদের প্রধান লক্ষ্য, বৈঠকে যোগ দিতে আসা বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করা৷ যাতে পত্তনেই পতন ঘটে বিরোধী জোটের এবং এর সমস্ত রাজনৈতিক সুফল যাতে ২০১৯-এ ঘরে তুলতে পারে বিজেপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ