Advertisement
Advertisement
BJP

নিয়মিত হট্টগোলে কাজ হচ্ছে না সংসদে, বিরোধীদের বিরুদ্ধে পালটা বিক্ষোভ বিজেপি সাংসদদের

লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে বুধবার উত্তাল হয় সংসদ।

BJP MP protest against opposition parties for obstacle parliament proceedings | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 15, 2021 2:39 pm
  • Updated:December 15, 2021 3:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিরোধীদের বিরুদ্ধে সংসদে পালটা বিক্ষোভে নামল শাসক দল বিজেপি (BJP)। বিজেপি সাসংদরা অভিযোগ করলেন, বারবার সংসদের (Parliament) কাজে বাধা দিচ্ছেন বিরোধী সাংসদরা। যার জেরে দুপুর ১২টা পর্যন্ত রাজ্যসভা (Rajya Sabha) ও দুপুর ২টো অবধি লোকসভার (Lok Sabha) অধিবেশন স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, বাদল অধিবেশনে (Monsoon Session) বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিরোধী ১২ সাংসদকে শীতকালীন অধিবেশনে (Winter Session) বরখাস্ত করা হয়েছে। যে সিদ্ধান্তের বিরুদ্ধে গান্ধীর মূর্তির পাদদেশে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস-তৃণমূল-সহ (Congress-TMC) বিরোধীরা। অন্য বিরোধীরা সংসদ কক্ষে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu Chairman of Rajya Sabha) জানিয়েছেন, একমাত্র নিঃশর্তে ক্ষমা চাইলেই বিরোধী সাংসদদের সাসপেনশন তুলে নেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: পেট্রল ও ডিজেলের শুল্ক বাবদ কত টাকা আয় কেন্দ্রের, সংসদে জানালেন অর্থমন্ত্রী]

বিজেপি সাংসদদের অভিযোগ, বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে সংসদের কাজের ক্ষতি হচ্ছে। এরই প্রতিবাদে এদিন ১২ জন বিজেপি সাংসদ সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন। রীতিমতো পোস্টার হাতে নিয়ে, স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন তাঁরা।

Advertisement

অন্য দিকে লখিমপুর কাণ্ডের (Lakhimpur Incident) আলোচনার দাবি তুলে এদিনও লোকসভা ও রাজ্যসভায় হই-হট্টগোল করেন বিরোধীরা। যার জেরে রাজ্যসভা দুপুর ১২টা অবধি ও লোকসভা দুপুর ২টো অবধি স্থগিত করে দেওয়া হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) লখিমপুর কাণ্ডে কড়া অবস্থান নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে (Ajay Mishra) মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেন।

[আরও পড়ুন: আটদিনের লড়াই শেষ, কুন্নুরের কপ্টার দুর্ঘটনায় প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং]

রাহুল গান্ধী বলেন, “উত্তর প্রদেশ পুলিশের সিটের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, লখিমপুরের কৃষকমৃত্যু দুর্ঘটনা নয় বরং পূর্ব পরিকল্পিত ছিল। সরকারের উচিত দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া। মৃতদের পরিবার যাতে সুবিচার পায়, তা নিশ্চিত করা উচিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ