Advertisement
Advertisement

‘বাংলায় গণতন্ত্র বিপন্ন’, তৃণমূলের বিরুদ্ধে সংসদে বিক্ষোভ লকেট-অর্জুনদের

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র অক্ষুণ্ন রয়েছে’, দাবি মানস ভুঁইয়ার৷

BJP MP's from West Bengal stages protest against TMC Govt. in LS
Published by: Tanujit Das
  • Posted:August 2, 2019 5:22 pm
  • Updated:August 2, 2019 5:23 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: এতদিন যে ভূমিকায় দেখা যেত বিরোধীদের৷ শুক্রবার সংসদে সেই একই রূপে দেখা গেল, এ রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদদের৷ শাসকদলে বিরুদ্ধে এদিন সংসদে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন তাঁরা৷ অভিযোগ করলেন, বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল সরকার৷ বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে৷ কেউ প্রতিবাদ করলেই তাঁকে খুন হতে হচ্ছে৷

[ আরও পড়ুন: জুয়ার আসরে স্ত্রীকে বাজি ধরে হার, স্বামীর বন্ধুদের হাতে গণধর্ষিতা মহিলা ]

Advertisement

জানা গিয়েছে, এদিন গান্ধীমূর্তির পাদদেশে সকাল থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে প্ল্যাকার্ড, পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, সৌমিত্র খাঁ, সুভাষ সরকার-সহ এ রাজ্যোর ১৮ জন বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ শাসকদলের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজ স্বার্থে পুলিশ ও প্রশাসনকে ব্যবহারের অভিযোগে স্লোগান দেন তাঁরা৷ বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার অভিযোগ করেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে তৃণমূল৷ গেরুয়া শিবিরের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে৷ তাঁদের নামে গাঁজা কেস দেওয়া হচ্ছে৷ পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও পর্যন্ত ৭৬ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে৷’’ এখানেই শেষ নয়, তাঁদের অভিযোগ, শাসকদলের হয়ে কাজ করছে পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: বিয়ের কতদিন পর গর্ভধারণ উচিত? সময় বাতলে নবদম্পতিদের পাঠ দেবে আরএসএস ]

জানা গিয়েছে, এদিনের বিক্ষোভ কর্মসূচিতে পুরুলিয়ায় বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো, শিশুপালের হত্যার ঘটনা থেকে শুরু করে সন্দেশখালির ন্যাজাটে বিজেপি কর্মী খুন, সমস্ত ঘটনার উল্লেখ করেন গেরুয়া শিবিরের নেতারা৷ দোষীদের যথাযথ শাস্তির দাবিতে সরব হন তাঁরা৷ যদিও বিজেপির সমস্ত অভিযোগকে উড়িয়ে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া৷ তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, একমাত্র বাংলাতেই গণতন্ত্র বজায় রয়েছে৷ এখানেই সকলে নিশ্চিন্তে শ্বাস নিতে পারে৷’’ এমনকী, উত্তরপ্রদেশের উন্নাওয়ের ঘটনা প্রসঙ্গ টেনে, বিজেপিকে একহাত নেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ