Advertisement
Advertisement

Breaking News

halal meat

কর্ণাটকে নিষিদ্ধ হওয়ার পথে হালাল! বিধানসভায় বিল আনছে বিজেপি

বিরোধিতায় সরব কংগ্রেস।

BJP plans to bring Bill to prohibit halal meat in Karnataka | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 19, 2022 5:37 pm
  • Updated:December 19, 2022 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে হালাল নিষিদ্ধ করতে বিল আসছে বিধানসভায়। বিধানসভা নির্বাচনের আগে ফের একবার হিন্দুত্বের তাস খেলতে চাইছে গেরুয়া শিবির। সেই কথা মাথায় রেখে শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করতে চাইছে বিজেপি। স্বাভাবিকভাবেই বিরোধিতায় সরব কংগ্রেস।

FSSAI ছাড়া অন্য কেউ খাবারের গুনমান যাচাই করে সার্টিফিকেট দিতে পারে না। এই মর্মে ব্যক্তিগত বিল আনতে চেয়েছিলেন বিজেপি নেতা এন রবিকুমার। এনিয়ে তিনি কর্ণাটকের রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন। এবার তিনি চাইছেন দলের তরফে বিলটি পেশ করা হোক বিধানসভায়। সূত্রের খবর, এই বিলেই হালাল মাংস নিষিদ্ধ করার কথা থাকছে। প্রাথমিকভাবে বিজেপির এক বিধায়ক ব্যক্তিগতভাবে বিল পেশের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে কর্ণাটকে ক্ষমতায় থাকা বিজেপি সরকারিভাবে হালাল মাংস নিষিদ্ধ করার বিল আনতে চাইছে বলে সূত্রের খবর। 

Advertisement

[আরও পড়ুন: চিন থেকে অনুদান পান বিদেশমন্ত্রী এস জয়শংকরের ছেলে! বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের]

উল্লেখ্য, বছর ঘুরলেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে ফের একবার হালাল মাংস বিক্রি বন্ধের জিগির তুলতে চাইছে বিজেপি। এর আগে উগাদি উৎসবের সময় হালাল মাংস বিক্রি বন্ধের দাবি তুলেছিল গেরুয়া শিবির। এবার সরকারিভাবে হালাল বন্ধের জন্য বিল আনার চেষ্টা করছে বিজেপি। 

Advertisement

সোমবার থেকে কর্ণাটক বিধানসভায় (Karnataka Assembly) শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর দিনই বিধানসভার অন্দরে সাভারকরের ছবি টাঙানো ঘিরে উত্তেজনা ছড়ায়। শুধু সাভারকর নয়, এদিন বিধানসভায় মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ড. বি আর আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিও উন্মোচন করেন বোম্মাই। বিধানসভার অন্দরে সাভারকারের ছবি টাঙানো নিয়ে আপত্তি জানায় কংগ্রেস। বিজেপির এই পদক্ষেপের পালটা নেহরুর ছবি হাতে নিয়ে বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা সিদ্দারামাইরা, কংগ্রেসের রাজ্য সভাপতি শিবকুমার-সহ কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।

[আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যাবে, জানাল রাউস অ্যাভিনিউ কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ