Advertisement
Advertisement

Breaking News

পার্লামেন্ট থেকে পঞ্চায়েতে দাপিয়ে বেড়াবে বিজেপি: অমিত শাহ

কংগ্রেসের কবজা থেকে অসম ছিনিয়ে আনার ২৪ ঘন্টা পর দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর গলায় আত্মবিশ্বাসের সুর

BJP will dominate from Parliament to panchayats: Amit Shah
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 4:09 pm
  • Updated:May 21, 2016 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের কবজা থেকে অসম ছিনিয়ে আনার ২৪ ঘন্টা পর দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর গলায় আত্মবিশ্বাসের সুর৷ তাঁর মতে, এই জয় একটা মাইলস্টোন৷ বিজেপির টার্গেট সংসদ থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত দলীয় মতাদর্শকে ছড়িয়ে দেওয়া ও গোটা দেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দখল করা৷

শাহ বলেছেন, “আমাদের লক্ষ্য সুদূর বিস্তৃত৷ বিজেপি ক্যাডার ভিত্তিক দল৷ আমরা চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি ও পরিকল্পনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে৷ মোদির ক্যারিশমাই তাঁর জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে তুলেছে৷ ইতিমধ্যেই আমাদের আগামী এক বছরের কর্মসূচি তৈরি হয়ে গিয়েছে৷” এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন অমিত শাহ৷

Advertisement

দলীয় সেনাপতির দাবি, মোদিকে দেখে অন্তত ১১ কোটি মানুষ বিজেপিতে যোগদান করেছেন৷ তাঁদের প্রত্যেককে দলীয় ক্যাডার হিসাবে গড়ে তোলা হচ্ছে৷ যাতে পার্লামেন্ট থেকে পঞ্চায়েত থেকে স্তর পর্যন্ত বিজেপির আধিপত্য স্থাপিত হয়৷ শাহ জানিয়েছেন, ২০১৪ নির্বাচনে মোদির জয় বিজেপির সদস্য সংখ্যা বৃদ্ধির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল৷ তবে এতে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলেও জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ ভবিষ্যতে বিজেপি আরও বড় টার্গেট স্থির করে এগোতে চায় বলে সাক্ষাৎকারে জানিয়েছেন অমিত শাহ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ