Advertisement
Advertisement

পাঁচ বছরে ৫০ লক্ষ চাকরি, রাজস্থানের ইস্তেহারে ‘অলীক স্বপ্ন’ বিজেপির

মেয়েরা স্কুলের গণ্ডি পেরলেই মিলবে ৫০ হাজার।

BJP's Rajasthan poll manifesto
Published by: Subhajit Mandal
  • Posted:November 27, 2018 5:53 pm
  • Updated:November 27, 2018 5:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতা চূড়ান্ত। সব সমীক্ষাই ইঙ্গিত দিয়েছে বিজেপির ভরাডুবির। সেকারণেই হয়তো পাহাড়প্রমাণ প্রতিশ্রুতির ফুলঝুরি দেখা গেল বিজেপির ইস্তেহারে। ৫ বছরে ৫০ লক্ষ চাকরি। বেকারদের বিরাট ভাতার ব্যবস্থা, বেকারদের এককালীন টাকা, নারী নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বিরোধীদের অভিযোগ, পাঁচ বছরের ব্যর্থতা ঢাকতে বিজেপি প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছে। এই প্রতিশ্রুতিগুলি পূরণ করা কার্যত অসম্ভব।

 

[বিজেপির প্রশ্নের জবাব, নিজের গোত্র জানিয়ে দিলেন ‘ব্রাহ্মণ’ রাহুল]

মঙ্গলবার জয়পুরে বিজেপির ইস্তেহার প্রকাশিত হল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। অর্থমন্ত্রী অরুণ জেটলি, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর-সহ রাজ্যস্তরের বিজেপি নেতারা। এদিন ইস্তেহার প্রকাশের পাশাপাশি, একটি রিপোর্ট কার্ডও প্রকাশ করে গেরুয়া শিবির। যাতে গত পাঁচ বছরে রাজে সরকারের পারফরম্যান্সের খতিয়ান তুলে ধরা হয়েছে। বসুন্ধরা রাজের দাবি, পাঁচ বছর আগে ইস্তেহারে সরকার যে ৬৬৫টি প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁর মধ্যে ৬৩০টি প্রতিশ্রুতিই তারা পূরণ করেছেন। অর্থাৎ, ৯৫ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। প্রতিশ্রুতি পূরণের এই দাবিপত্র প্রকাশের দিনই আগামী ৫ বছরের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির।

[যুদ্ধের জন্য তৈরি ভারত, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন ‘ক্যাপ্টেন’]

বিজেপির দাবি, ক্ষমতায় ফিরলে ৫ বছরে ৫০ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে। খালি সরকারি ক্ষেত্রেই বছরে ৩০ হাজার চাকরি দেওয়া হবে। ২১ বছরের বেশি বয়সি বেকার যুবকদের মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। মেয়েদের স্কুলমুখী করতে নিয়মিত খাবার, শারীরিক পরীক্ষা এবং ল্যাপটপ দেওয়া হবে। স্কুলের গণ্ডি পেরলে মেয়েদের এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে মেয়েদের। কৃষকদের বিমার জন্য ২০০ কোটি টাকার প্রকল্প চালু করবে রাজস্থান সরকার। ফসল কোনওভাবে নষ্ট হলে বা ক্ষতিগ্রস্ত হলে যাতে কৃষকদের কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখবে বিমা সংস্থা। যদিও, বিরোধীরা এই ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিকে বাস্তবসম্মত নয় বলে দাবি করছে। তাদের দাবি, গত পাঁচ বছরে নিজেদের ব্যর্থতা ঢাকতে এবার ইস্তেহারে অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি, যা পূরণ করা সম্ভব নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ