Advertisement
Advertisement

সোপরে সেনা ছাউনির অদূরেই বিস্ফোরণ, জখম তিন স্থানীয় বাসিন্দা

ত্রালের বদলা নিতেই এই বিস্ফোরণ বলে অনুমান...

Blast in sopor, three civilian injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2017 8:11 am
  • Updated:March 5, 2017 8:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একইদিনে পরপর দু’বার রক্তাক্ত হল ভূস্বর্গ। ত্রালে দুই হিজাবুল মুজাহিদিনের দুই সদস্যকে খতম করেছেন জওয়ানরা। এরইমধ্যে বিস্ফোরণে কেঁপে উঠল বারামুল্লার সোপর। বিস্ফোরণস্থল থেকে মূল সেনা ছাউনিটি ঢিল ছোঁড়া দূরত্বে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন এলাকাবাসী। অনুমান, ত্রালের বদলা নিতেই এই বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা।

যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর

Advertisement

উত্তর কাশ্মীরের সোপর। সেখানকার পাজালপোড়া হার্ডশিবা গ্রাম। এখান থেকে মূল সেনা ছাউনি কয়েক পা দূরেই। এক পুলিশ আধিকারিক জানান, বারামুল্লা জেলার মূল সেনা ছাউনির কাছেই বিস্ফোরণটি ঘটেছে।

Advertisement

ফের রক্তাক্ত ভূস্বর্গ, গুলির লড়াইয়ে নিহত এক পুলিশ কনস্টেবল

পুলিশ জানিয়েছে, জখম তিনজনের নাম শাহিল রশিদ লোন, আকাশ রিয়াজ ও শাকির হুসেন। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে অনুমান, শনিবার বিকেলের পর থেকে সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে অশান্ত হয়ে ওঠে ভূস্বর্গ। ত্রালে নিহত হন এক পুলিশ কর্মী। পাল্টা গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গিও। সেই ঘটনারই বদলা নিতে জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে।

চিকিৎসার সুবিধায় দক্ষিণের জন্য চালু হল নতুন ট্রেন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ