Advertisement
Advertisement

কানপুরের ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ বাবা, দিশাহারা হবু কনে

ভোররাতে এক ঝটকায় সবকিছু ওলটপালট হয়ে গেল বছর কুড়ির রুবির জীবনে৷

Bride travelling for wedding searches for Father
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 3:25 pm
  • Updated:November 20, 2016 3:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের ১ তারিখ ছিল বিয়ের দিন৷ গন্তব্য ছিল আজমগড়৷ সেই মতো বাবা ও চার ভাইবোনের সঙ্গে ইন্দৌর-পাটনা এক্সপ্রেসে চেপে বসেছিলেন রুবি গুপ্তা৷ ভোররাতে এক ঝটকায় সবকিছু ওলটপালট হয়ে গেল বছর কুড়ির তরুণীর জীবনে৷ ছাদনাতলায় মনে হয় আর বসা হল না রুবির৷

ভোর সওয়া তিনটে নাগাদ কানপুরের কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি৷ ইন্দৌর থেকে পাটনা যাওয়ার পথে কানপুরের কাছে মালসার ও পুখরায়ন স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় অন্তত চোদ্দটি কামরা৷ নিহত শতাধিক৷ আহতের সংখ্যা তারও বেশি৷ হাত ভেঙেছে রুবির৷ কোনও মতে প্রাণে বেঁচেছেন তিনি৷ কম-বেশি আঘাত লেগেছে তাঁর চার ভাইবোনেরও৷ অর্চনা, খুশি, অভিষেক, বিশাল সবারই খোঁজ মিলেছে৷ তবে খোঁজ মিলছে না বাবা রামপ্রসাদ গুপ্তার৷ বাবার খোঁজে এদিক-ওদিক হতভম্বের মতো ঘুরে বেড়াচ্ছেন রুবি ও তাঁর ভাইবোন৷ কিন্তু কোথাও কোনও সুরাহা হচ্ছে না৷

Advertisement

কেউ কেউ বলছেন হাসপাতাল ও মর্গে খোঁজ নিতে৷ কিন্তু কুড়ি বছরের রুবি সাহসে ভর করে সেখানে গিয়ে উঠতে পারছেন না কিছুতেই৷ কী করবেন, কী না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না৷ এমনকী পয়লা ডিসেম্বর বিয়েটা হবে কি না তাও বুঝতে পারছেন না রুবি৷ তবে বিয়ে নয়, এখন তাঁর চিন্তা শুধু বাবাকে নিয়ে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ