সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ রক্ষা করতে ভারত যেমন সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, তেমনি ভুল করে দেশে ঢুকে পড়া পাক নাগরিককে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজিরও গড়তে পারে। রবিবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল পাঞ্জাবের ফিরোজপুর এলাকা। ৬৫ বছরের পাক নাগরিক মহম্মদ আলিকে পাক রেঞ্জার্সের হাতে তুলে দিল বিএসএফ।
চেনা মানুষের অচেনা মুখোশের কাহিনি নিয়ে আসছে ‘ছদ্মবেশী’
ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ ভারত-পাক সীমান্তের কাছে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় ব্যারেক বর্ডারের কাছে পথ ভুল করে ভারতে ঢুকে পড়েন মহম্মদ আলি। পাকিস্তানের শেরু খানা এলাকার বাসিন্দা তিনি। বিএসএফ জওয়ানদের হাতে গ্রেপ্তার হওয়ার পর ৬৫ বছরের বৃদ্ধ বুঝতে পারেন সীমান্ত পেরিয়ে অনধিকার প্রবেশ করে ফেলেছেন তিনি।
দিল্লির রাস্তায় দিনেদুপুরে দাপিয়ে বেড়াচ্ছে ‘হিজাবি বাইকার’
এদিকে পাকিস্তানেও খোঁজ পড়ে যায় তাঁর। পাকিস্তান বাহিনীর তরফ থেকে যোগাযোগ করা হয় ভারতীয় সেনার সঙ্গে। বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর ভারতীয় সেনার আধিকারিকরা নিশ্চিত হন, মহম্মদ সত্যি ভুল করে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছেন ভারতে। তাই সময় নষ্ট না করে সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেয় ভারত। ৬৫ বছরের বৃদ্ধকে দু’দিনের মাথাতেই ফিরিয়ে দেন তাঁর মুলুকে।
রাজস্থানে ভারত-পাক সীমান্ত থেকে আটক এক পাক গুপ্তচর
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.