BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

বাইকে চেপে রুদ্ধশ্বাস ‘স্টান্ট’, বিএসএফের নারীশক্তির ভূয়সী প্রশংসা দেশ জুড়ে

Published by: Sangbad Pratidin Digital |    Posted: January 26, 2018 8:50 am|    Updated: January 26, 2018 8:51 am

BSF women bikers steal the show at Republic Day parade

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকার বলছে, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। দেশের সেই বেটিরাই আজ গোটা বিশ্বের সামনে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের মুখ উজ্জ্বল করলেন। ৬৯তম সাধারণতন্ত্র দিবসের প্যারেডে দু’চাকার মোটরবাইকে চেপে দেশের ‘বেটি’রা যে খেল দেখালেন, তা দেখেশুনে তাজ্জব আন্তর্জাতিক মিডিয়াও।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সামনেই একচুল ত্রুটি ছাড়াই নিখুঁতভাবে একের পর এক কঠিন স্টান্ট পারফর্ম করলেন বিএসএফের মহিলা সদস্যরা। যা দেখেশুনে নেটিজেনরা একবাক্যে স্বীকার করছেন, ‘মারি ছোরিয়া ছোরো সে কম হ্যায় কে?’। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘আমাদের মেয়েরা কি ছেলেদের চেয়ে কোনও অংশে কম?’

কম? মোটেও নয়? বরং রাজপথের প্যারেডে সেনাবাহিনীর পুরুষ সদস্যদের সঙ্গে সমানে সমানে টক্কর দিলেন মহিলারাও। বাইকে চেপে, কখনও একা, কখনও দলগতভাবে, যা স্টান্ট দেখালেন মহিলারা, তা দেখতে দেখতে কখনও আতঙ্কে সিট ছেড়ে উঠে পড়ছিলেন দর্শকরা। এই বুঝি কেউ পড়ে গিয়ে চোট পেল! কিন্তু নাহ! এরকম কিছুই ঘটল না শেষ পর্যন্ত। বরং, শয়ে শয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কী অবলীলায় খেল দেখালেন তাঁরা। এই প্রতিবেদনে দেশের সেই নারীশক্তিকেই কুর্নিশ জানানো হল।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে