Advertisement
Advertisement

বিপাকে কংগ্রেস! তিন রাজ্যে রাহুল গান্ধীর হাত ধরতে নারাজ মায়াবতী

উনিশের আগেই মহাজোটে ধাক্কা৷

BSP’s Mayavati rules out alliance with Congress
Published by: Tanujit Das
  • Posted:September 21, 2018 5:13 pm
  • Updated:September 21, 2018 5:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশে বিরোধীদের মহাজোট গড়ে গেরুয়া শিবিরকে মোক্ষম ধাক্কা দেওয়ার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে আদৌ কি সত্যি হবে তাঁদের পরিকল্পনা? বিএসপি নেত্রী মায়াবতীর বেঁকে বসায় এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে৷ আসন্ন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরলেন না এই দলিত নেত্রী৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে একাই চলবে তাঁর দল৷ বরং ছত্তিশগড়ে মায়াবতীর দল কাছে টেনে নিয়েছে অজিত যোগীর দল জনতা কংগ্রেস ছত্তিশগড়কে৷

[গণেশ পুজো দেখতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা]

Advertisement

অনেকদিন ধরেই এই তিন রাজ্যে বিধানসভা আসন নিয়ে দর কষাকষি চলছে কংগ্রেস ও বিএসপির মধ্যে৷ মায়াবতীর পক্ষ থেকে যে পরিমাণ আসন চাওয়া হচ্ছিল তা দিতে রাজি ছিলেন না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ কোনও কোনও সময় সমস্যা মেটার ইঙ্গিত মিললেও, তা কেবল লোক দেখানো ছিল বলেই ওয়াকিবহাল মহলের মত৷ যাতে কোনও ভাবেই বিরোধী জোটের ফাঁটলের চিত্র প্রকাশ্যে না আসে, তা মেরামত করার জন্যই কংগ্রেস নেতৃত্বের এই পরিকল্পনা বলে অনুমান৷ তবে ছাই চাপা আগুনের মতো ভিতরে ভিতরে বাড়তে থাকা বিরোধ চলে এল প্রকাশ্যে৷

Advertisement

[মহরমের দিনেও বর্বরতা! কাশ্মীরে তিন পুলিশ কর্মীকে হত্যা করল জঙ্গিরা]

যোগীর দলের সঙ্গে বিএসপি-র জোটের পিছনে গেরুয়া শিবিরের কলকাঠি নাড়ার অভিযোগে সরব হয়েছে কংগ্রেস৷ বিজেপির মদতেই এই জোট প্রক্রিয়া ভেস্তে গেল বলে তাঁদের বক্তব্য৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির৷ এই তিন রাজ্যের আসন নিয়ে অনেকদিন ধরেই দড়ি টানাটানি চলছে কংগ্রেস ও বিএসপির মধ্যে৷ মধ্যপ্রদেশে ৫০ আসনে লড়াইয়ের ইচ্ছাপ্রকাশ করেছে বিএসপি৷ ছত্তিশগড়ে তাঁরা চেয়েছে ১৫টির বেশি আসন৷ এই থেকেই দ্বন্দ্বের সূত্রপাত৷ জানা গিয়েছে, এই দুই রাজ্যের পরিস্থিতির দিকে নজরে রেখে বিএসপির প্রতি অনিহা তৈরি হয়েছে রাজস্থান কংগ্রেস নেতৃত্বেও৷ এমন পরিস্থিতি বিজেপি বিরোধী জোটের ভবিষ্যৎ যে দোলাচলে রয়েছে তা এক কথায় স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ