Advertisement
Advertisement

Breaking News

বাজেট ২০১৭: কর্মসংস্থানের দিকে থাকবে বিশেষ নজর

সরকারের থেকে এ নিয়ে প্রত্যাশা তুঙ্গে কর্মহীন যুবক-যুবতীদের৷

Budget 2017: central may focus on jobs for youth
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 3:57 am
  • Updated:August 12, 2021 6:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর প্রথমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাছাড়া স্বাধীনতার পর এই প্রথম অর্থবাজেট ও রেলবাজেট একসঙ্গে পেশ হতে চলেছে৷ সেই বাজেটে যেমন নজর থাকবে কর ছাড়, দ্রব্যমূল্যের উপর, তেমনই যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নেয়, তাও এদিনের বাজেটে বিশেষ গুরুত্ব পাবে৷

কর্মসংস্থানের অভাব এ দেশের চিরকালের সমস্যাগুলির মধ্যে একটি৷ তার উপর মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে পড়েছে সে দেশের ভারতীয় আইটি সংস্থাগুলির৷ ফলে অনেকের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রী কী শোনান, সেদিকেই নজর থাকবে৷

Advertisement

(ট্রাম্পের নয়া নীতিতে এবার বিপাকে প্রবাসী ভারতীয়রাও!)

মোদি সরকারের তরফে আগেই আশ্বাস দেওয়া হয়েছিল, যুবপ্রজন্মকে উন্নতমানের চাকরি দেওয়ার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে৷ যে সিদ্ধান্ত নীতি আয়োগের আওতার অন্তর্ভুক্ত৷ সেই কারণেই সরকারের থেকে এ নিয়ে প্রত্যাশা তুঙ্গে কর্মহীন যুবক-যুবতীদের৷ উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ বা স্নাতক হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছে অনেকেই৷ এর অন্যতম কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ এবং দক্ষতা বলেই মনে করছে কেন্দ্র৷ তাই সেই দিকটির উন্নতির স্বার্থে কর্মহীনদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার কথাও ভাবা হচ্ছে৷ যুবক-যুবতীদের কাজে উৎসাহ দিতে প্রয়োজনে আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হতে পারে৷

Advertisement

(সাংসদের মৃত্যুতে কি একদিন পিছতে পারে বাজেট?)

মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, আর্থিকভাবে পিছিয়ে থাকা কর্মহীন যুবক-যুবতীদের প্রযুক্তিগত শিক্ষার দিকে বেশি জোর দেওয়া হচ্ছে৷ পাশাপাশি মাধ্যমিক উত্তীর্ণরা যাতে ইন্টারনেটকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে৷

কৃষিক্ষেত্রের বাইরে শিক্ষিত যুবকদের যাতে শহর এবং শহরতলীতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, বাজেটে সেদিকেও জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে৷

(দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন যুবক)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ