সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আচ্ছে দিন’ কবে আসবে ঠিক নেই, কিন্তু আম আদমির সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। কারণ, গ্যাসের পর এবার একধাক্কায় বিমানযাত্রার খরচ বাড়ছে অনেকটাই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্রুতই বিমানভাড়া বাড়তে চলেছে প্রায় ১৫ শতাংশ।
[গডসে ছাড়াও গান্ধী হত্যায় কি অন্য কেউ জড়িত? তদন্তের দাবিতে মামলা]
সূত্রের খবর, বিমান সংস্থাগুলি ১০-১৫ শতাংশ হারে ভাড়া বাড়ানোর পথে হাঁটতে চলেছে। আগস্ট মাস থেকেই এভিয়েশন টারবাইন ফুয়েল বা ATF-এর দাম বেড়েছেয। এর জন্য ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনও উপায় নেই বলে দাবি বিমান সংস্থাগুলির। রবিবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম একলাফে ৬ শতাংশ বেড়েছে। ডলারের তুলনায় দুর্বল হয়েছে টাকার দাম। এই জোড়া ফলায় বিদ্ধ দেশীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি।
সূত্রের দাবি, প্রতি কিলোলিটার ATF-এর দাম দিল্লিতে ৫০,০২০ টাকা থেকে প্রায় ৩,০২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,০৪৫ টাকায়। এই নিয়ে চলতি মাসে বিমানের জ্বালানির দাম তৃতীয়বার বাড়ল। শেষবার বেড়েছিল প্রায় ৪%। তাই বিমান সংস্থাগুলি জানাচ্ছে, জ্বালানির দাম বাড়ায় অবিলম্বে ভাড়া না বাড়ালে কিংফিশারের মালিক বিজয় মালিয়ার মতো অবস্থা হবে তাঁদেরও। হতে হবে দেউলিয়া। তবে এই নিয়ে এখনই কোনও সংস্থা প্রকাশ্যে কিছু বলতে চাইছে না। সম্প্রতি কেন্দ্র ভরতুকিযুক্ত ভাড়ায় সাধারণ মানুষের জন্য দেশের মধ্যে নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে যাতায়াতের ব্যবস্থা করেছে। এই অবস্থায় ভাড়া বাড়ালে কেন্দ্রের সেই প্রকল্পের কী হবে, সেটাও বুঝে উঠতে পারছেন না বিমান সংস্থার কর্তারা।