Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

মধ্যপ্রদেশে সেনার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, মৃত কমপক্ষে ৩, আহত ২৬

গুরুতর আহত এক জওয়ানকে নাগপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।

Bus Carrying Soldiers Crashes In Madhya Pradesh

প্রতীকী ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:April 6, 2024 8:48 pm
  • Updated:April 6, 2024 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে আধা সেনার বাস। উলটো দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সেওনি জেলায়। জেলা সদর দপ্তর থেকে অন্তত ৫০ কিলোমিটার দূরে ধানগদা গ্রামে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা ৩ জনের। আহত হয়েছেন আরও ২৬ জন। গুরুতর আহত অবস্থায় মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে এক জওয়ানকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্পেশাল আর্মড ফোর্সের ৩৫ ব্যাটেলিয়নের জওয়ানদের মন্ডলা থেকে পান্ধুরনা নিয়ে যাচ্ছিল বাসটি। সেওনি-মন্ডলা হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে গড়িতে থাকা ৫ সওয়ারির মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩ জন হলেন কানহাইয়া জাসওয়ানি(৭৫), নিখিলেশ জাসওয়ানি(৪৫), পুরুষোত্তম মাহোবিয়া(৩৭)। বাকি ২ যাত্রী গুরুতর আহত হয়ে স্থানীয় কেয়োলারি সরকারি হাসপাতালে ভর্তি।

Advertisement

[আরও পড়ুন: ভোটের মুখে টাটাদের ফেরার প্রতিশ্রুতি লকেটের, ‘স্বপ্ন দেখছেন’ কটাক্ষ রচনার]

পাশাপাশি ঘটনায় আহত হয়েছে বাসে থাকা ২৬ জওয়ান। তাঁদেরও ভর্তি করা হয়েছে কেয়োলারি হাসপাতালে। একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নাগপুরে স্থানান্তরিত  করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করে হচ্ছে, গাড়ি চালানোর সময় কোনওভাবে ঘুমিয়ে পড়েছিলেন গাড়ির চালক যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সেনার গাড়িতে ধাক্কা মারে সেটি।

Advertisement

[আরও পড়ুন: পণ্ডিতের জন্য মানসিক অবসাদে ভুগতেন পাঞ্জাব ক্রিকেটার, ফের তোপের মুখে নাইট কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ