Advertisement
Advertisement
C V anand bose

কালিয়াগঞ্জ কাণ্ডে উদ্বিগ্ন রাজ্যপাল, রিপোর্ট তলব মুখ্যসচিব ও ডিজির কাছে

দিল্লি সফর কাটছাঁট করে কলকাতায় ফিরছেন আনন্দ বোস।

C V anand bose seeks report of kaliagunj case from Chief secretary and DG | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 25, 2023 9:08 pm
  • Updated:April 25, 2023 9:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি সফর কাটছাঁট করে ফিরছেন কলকাতায়। তবে দিল্লিতে বসেই ডিজি ও মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর কাছে রিপোর্ট তলব করলেন তিনি।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কালিয়াগঞ্জ। মৃতার পরিবার ও প্রতিবেশীদের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এদিকে পুলিশের দাবি, প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে নাবালিকা। ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে বিষপান। তবে এই রিপোর্ট মানতে নারাজ মৃতার পরিবার, আদিবাসী সংগঠন এমনকী রাজ্যের বিরোধী দলগুলিও। ফলে শুক্রবার থেকে কালিয়াগঞ্জে অশান্তি জারি।

Advertisement

[আরও পড়ুন: ‘মাফিয়া, দাঙ্গাবাজরা আগে রাজত্ব করত, আজ প্রাণভিক্ষা চাইছে’, ফের হুঙ্কার যোগীর

অভিযুক্তের কঠোরতম শাস্তি ও এসপির পদত্যাগের দাবিতে গতকাল ও আজ এসপি অফিস ঘেরাও করে এবিভিপি, বিজেপি। মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেয় আদিবাসী সংগঠন। সবমিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি কালিয়াগঞ্জে। গোটা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি। সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি সফর সংক্ষিপ্ত করে দ্রুত কলকাতা ফেরার। রিপোর্ট তলবও করেছেন তিনি।   

Advertisement

[আরও পড়ুন: বিলকিস কাণ্ডের ছায়া! গ্যাংস্টার নেতাকে জেল থেকে মুক্তি দিতে আইন বদল নীতীশের, তোপ বিজেপির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ