Advertisement
Advertisement

‘কাশ্মীর কি কলি’তে পেলেট বুলেটের ক্ষত!

কার্টুনিস্ট মির সুহেলের ভাবনায় বদলে গেল ‘কাশ্মীর কি কলি’র রোম্যান্টিসিজম৷

Cartoonist recreates Kashmir ki kali poster potraying pellet gun wound
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 2:12 pm
  • Updated:August 10, 2016 2:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের চোখে কাশ্মীর মানেই নয়নাভিরাম দৃশ্যের অবতারণা৷ ঝিলের শহরে নায়ক-নায়িকার রোম্যান্টিক উপাখ্যান গড়ে উঠেছে সেই শাম্মি কাপুর, শর্মিলা ঠাকুরের জমানা থেকেই৷ কিন্তু গণতন্ত্রের ‘কাশ্মীর কি কলি’ যেন অঙ্কুরেই বিনষ্ট হয়েছে৷ আজ উপত্যকার সাদা বরফ-প্রান্তর জুড়ে রক্তের দাগ৷ পেলেট গানের ক্ষতে আহত সাধারণ কাশ্মীরিরা৷ আর তাই কার্টুনিস্ট মির সুহেলের ভাবনায় বদলে গেল ‘কাশ্মীর কি কলি’র পোস্টার৷ পোস্টারেও এল পেলেট গানের ক্ষত৷

হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কাশ্মীর প্রায় বিছিন্নতাবাদীদের দখলে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পেলেট গান ব্যবহার করতে হচ্ছে সেনা ও পুলিশকে৷ তাতে আহত হচ্ছেন অসংখ্য সাধারণ কাশ্মীরি৷ একমাসেরও বেশি সময় ধরে কারফিউ জারি আছে কাশ্মীরে৷ এদিকে বিছিন্নতাবাদে প্রশ্রয় দিয়ে কাশ্মীর দখলের পরিকল্পনা নিচ্ছে পাকিস্তান৷  দিনে দিনে কাশ্মীরের পরিস্থিতি খারাপ বই ভাল হচ্ছে না৷ এমত পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে সেই পুরনো রোম্যান্টিকতা যেন অনেকটাই ফিকে৷ আর তাই পাঁচ দশক আগের নস্ট্যালজিয়াতেও পেলেট বুলেটের ক্ষত৷

Advertisement

কেন এমন করে পোস্টারকে তৈরি করলেন? উত্তরে শিল্পী জানাচ্ছেন, ‘আমার ভাবনায় পোস্টারে কলির চোখে পেলেট গানের ক্ষত, তাই ব্যান্ডেজ করা৷ শাম্মি কাপুর সেদিকে তাকিয়ে আছেন বিরক্তি নিয়ে৷ আজ যে আর রোম্যান্স পড়ে নেই, তা বোঝাতেই এই পোস্টার৷’

Advertisement

কাশ্মীরের পরিস্থিতি শিল্পীদের ভাবিয়ে তুলেছে বিভিন্নভাবে৷ ক্ষত শুধু বাইরে নয়, দেশের মনে জেগে থাকা গভীর ক্ষতটিই তাই যেন উঠে এল শিল্পীর ভাবনায়৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ