Advertisement
Advertisement
Vijay Mallya

উদ্দেশ্য মালিয়া, নীরব মোদিদের বাগে আনা, এবার বিদেশেও হানা দেবে ইডি-সিবিআই!

মূলত তিন ফেরারকে দেশে ফেরাতে উদ্যোগী কেন্দ্র।

CBI-ED-NIA team to make UK trip in bid to expedite Vijay Mallya, Nirav Modi's extradition
Published by: Subhajit Mandal
  • Posted:January 16, 2024 8:46 pm
  • Updated:January 16, 2024 9:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিদেশেও হানা দেবে ইডি-সিবিআই-এনআইএ’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! উদ্দেশ্য দেশের পলাতক ঋণখেলাপিদের বাগে আনা। সেই তালিকায় নাম আছে নীরব মোদি-বিজয় মালিয়াদের। ঋণখেলাপিদের কীভাবে দ্রুত দেশে ফেরানো যায় সেটার তদ্বির করতেই নাকি বিলেতে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।

সূত্রের খবর, ইডি-সিবিআই (CBI) এবং এনআইএ (NIA), এই তিন কেন্দ্রীয় এজেন্সির কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে তৈরি হওয়া একটি টিম ব্রিটেন পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ব্রিটেন পুলিশ এবং প্রশাসনের সঙ্গে কথা বলে পলাতক এই তিনজনকে দেশে ফেরানোর চেষ্টা করবে ওই বিশেষ দল। একই সঙ্গে বিদেশে থাকা তাঁদের সম্পত্তি কোনওভাবে বাজেয়াপ্তো করা যায় কিনা, সেটাও দেখবে ভারতীয় তদন্তকারী দল।

Advertisement

[আরও পড়ুন: ভাত-কাপড়ের অঙ্গীকার ভুললে চলবে না, খোরপোশ দিতেই হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের]

তদন্তকারীদের নজরে রয়েছেন মূলত তিনজন। বিজয় মালিয়া, নীরব মোদি (Neerav Modi) এবং সঞ্জয় ভাণ্ডারী। কোটি কোটি টাকা ঋণখেলাপ করে ব্রিটেনে আশ্রয় নিয়েছেন হিরে ব্যবসায়ী নীরব মোদি। ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। তারপর ইংল্যান্ডের সর্বোচ্চ আদালত রায় দেয়, নীরব মোদিকে (Nirav Modi) ভারতে প্রত্যর্পণ করতে কোনও বাধা নেই। যদিও এখনও নানা আইনি জটে আটকে রয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া।

[আরও পড়ুন: সন্ত্রাসবাদের নয়া ব্যাখ্যা কেন্দ্রের, ধরা পড়লে যাবজ্জীবন-ন্যূনতম ১০ লাখ জরিমানা, মিলবে না প্যারোলও]

অন্যদিকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-সহ একাধিক ভারতীয় ব্যাংক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ২০১৬ সালে ব্রিটেনে গা ঢাকা দেন কিংফিশার এয়ারলাইন্সের (Kingfisher Airlines) কর্ণধার বিজয় মালিয়া। ভারত সরকার ইতিমধ্যেই তাঁকে দেশে প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু বিভিন্ন ধরনের আইনি মারপ্যাঁচে শেষ পর্যন্ত তাঁকেও দেশে ফেরানো সম্ভব হয়নি। আর সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে ইউপিএ জমানায় অস্ত্র চুক্তির মধ্যস্থতা ইস্যুতে একাধিক মামলা দায়ের হয়েছিল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement