Advertisement
Advertisement

প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানা, মামলা দায়ের

দিল্লি ও দেরাদুনের অন্তত চারটি জায়গায় চলে তল্লাশি৷

CBI raids Co-Founder of NDTV, Prannoy Roy's residence in Delhi.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2017 5:55 am
  • Updated:June 5, 2017 5:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সংবাদ চ্যানেল এনডিটিভি-র এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সোমবার হানা দিল সিবিআই৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর মিলেছে৷ শুধু প্রণয় রায়ের বাসভবনেই নয়, তাঁর স্ত্রী রাধিকা রায় ও একটি বেসরকারি সংস্থার দপ্তরে এদিন হানা দেন সিবিআই অফিসার ও আধিকারিকরা৷

প্রণয় রায়ের দিল্লির বাসভবন ও দেরাদুনের অন্তত চারটি জায়গায় তল্লাশি চালানো হয়৷ সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আইসিআইসিআই ব্যাঙ্কের ৪৮ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে প্রণয় রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এর আগে ২০১৫-য় বৈদেশিক মুদ্রা আইন ভাঙায় এনডিটিভির বিরুদ্ধে ২,০৩০ কোটি টাকার নোটিশ জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ প্রণয় রায়, রাধিকা রায় ও সিনিয়র এক্সিকিউটিভ কেভিএল নারায়ণ রাওয়ের বিরুদ্ধে ওই নোটিশ জারি করে ইডি৷

Advertisement


প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানার প্রসঙ্গে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী মন্তব্য করেন, “প্রত্যেকের মনে আইন সম্পর্কে ভীতি থাকাটা জরুরি৷ যত বড়ই কেউকেটা হোক না কেন, আইন সকলের জন্য সমান৷” যদিও চ্যানেলের সাফাই, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই পদক্ষেপ করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement