Advertisement
Advertisement

Breaking News

Satyapal Malik

জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে CBI, শুরু জিজ্ঞাসাবাদ!

বিমা দুর্নীতি মামলা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর জানতেই তাঁর বাড়িতে হাজির সিবিআই বলে খবর।

CBI team reaches residence of ex-Jammu and Kashmir Governor Satyapal Malik | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 28, 2023 5:17 pm
  • Updated:April 28, 2023 5:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই। বিমা দুর্নীতি মামলা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর জানতেই তাঁর বাড়িতে হাজির সিবিআই আধিকারিকরা বলে খবর।

শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে দিল্লির সোম বিহারে সত্যপাল মালিকের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের জন্য একটি মেডিক্যাল স্কিম চালু করেছিল রিলায়েন্স। ২০১৮ সালে সেখানকার রাজ্যপাল থাকাকালীন সেই সংক্রান্ত চুক্তি বাতিল করেছিলেন সত্যপাল (Satyapal Malik)। বিমা স্কিমটিতে গরমিলের অভিযোগ তুলেছিলেন তিনি। এই মামলায় অনিল আম্বানির রিলায়েন্স জেনারেল বিমা এবং ত্রিনিতি রিইনসিওরেন্স ব্রোকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সেই মামলা সংক্রান্ত কিছু প্রশ্নের জবাবের খোঁজেই সত্যপাল মালিককে সম্প্রতি সমন পাঠিয়েছিল সিবিআই (CBI)। আজ, ২৮ এপ্রিলই তাঁকে তলব করা হয়েছিল। তবে তিনি হাজির না হওয়ায় সত্যপালের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরাই।

Advertisement

[আরও পড়ুন: পুরনিয়োগ মামলায় আপাতত ED-CBI নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ]

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এবং সংঘ পরিবারকে নিশানা করে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছিলেন সত্যপাল (Satya Pal Malik)। পুলওয়ামা নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। আর তার পরই তাঁকে রিলায়েন্সের বিমা দুর্নীতিতে ৩০০ কোটির ঘুষ মামলায় সমন পাঠানো হয়। কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলার ‘শাস্তি’? ওঠে প্রশ্ন।

Advertisement

সিবিআইয়ের সমনের পরদিন দিল্লির থানায় যান সত্যপাল। তবে কি গ্রেপ্তার হলেন সত্যপাল মালিক? যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে দিল্লি পুলিশ জানায়, “নিজের ইচ্ছেতেই উনি থানায় এসেছিলেন। আমরা গ্রেপ্তার করিনি।” আবার সিবিআই নোটিস হাতে পাওয়ার পর সত্যপাল টুইট করে জানিয়ে দিয়েছিলেন, তিনি সত্যের পথ থেকে সরবেন না। মিথ্যের সামনে মাথা নত করবেন না। এবার সিবিআই তাঁর বাড়িতেই হাজির।

[আরও পড়ুন: ভরদুপুরে টিটাগড়ের ভরা বাজারে চলল গুলি, নমাজ পড়ে ফেরার পথে মৃত্যু তৃণমূল কর্মীর]   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ