Advertisement
Advertisement

Breaking News

CBSE Result

প্রকাশিত হল CBSE দ্বাদশের ফলাফল, জেনে নিন কীভাবে অনলাইনেই জানা যাবে প্রাপ্ত নম্বর

শুক্রবার দুপুরেই সিবিএসই-র দশম শ্রেণির ফলাফলও প্রকাশিত হতে পারে।

CBSE Result 2022 Class 12th Declared। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 22, 2022 10:35 am
  • Updated:July 22, 2022 12:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল চলতি বছরের CBSE-র দ্বাদশ শ্রেণির ফলাফল। এবারের পরীক্ষায় পাশের হার ৯২.৭১ শতাংশ। results.cbse.nic.in ও cbse.gov.in. এই দুই ওয়েবসাইটে পড়ুয়ারা নিজেদের ফল দেখে নিতে পারবেন। পাশাপাশি DigiLocker ওয়েবসাইটেও লগ ইন করে সেখান থেকেও পরীক্ষার ফলাফল জানা যাবে।

এবারের সিবিএসই টার্ম ১ ও টার্ম ২ পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ। টার্ম ২-র পরীক্ষা হয়েছিল অফলাইনে। গত ২৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত সময়কালে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ সিবিএসই-র দশম শ্রেণির ফলাফলও প্রকাশিত হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ছাত্রীকে যৌন হেনস্তা! সাময়িকভাবে বিভাগীয় প্রধানের পদ থেকে সরানো হল প্রেসিডেন্সির অধ্যাপককে]

সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আসুন জেনে নেওয়া যাক ডিজিলকারে কীভাবে সহজেই দেখা যাবে পরীক্ষার ফলাফল।

  • প্রথমেই digilocker.gov.in ওয়েবসাইটে যান। 
  • হোম পেজে লগ ইনে ক্লিক করুন। 
  • ইউজার নেমের জায়গায় লিখুন রোল নম্বর। আর পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন পিন। স্কুলগুলির সঙ্গে পিনগুলি শেয়ার করেছে সিবিএসই। 
  • এরপরই স্ক্রিনে ভেসে উঠবে মার্কশিট। 
  • এরপর আপনার মার্কশিটটি ওখান থেকে ডাউনলোড করে নিন। 

[আরও পড়ুন: একুশের মঞ্চে মমতাকে বস্তাভরতি মুড়ি এগিয়ে দিয়ে রাতারাতি ‘হিরো’ বর্ধমানের যুবক]

জেনে নিন কীভাবে সরকারি ওয়েবসাইট cbse.gov.inএ গিয়ে ফলাফল দেখবেন।

  • চাইলে ওয়েবসাইটে ক্লিক না করে সরাসরি  results.cbse.nic.in-এ যেতে পারেন। 
  • এবার সেই পেজে সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (দ্বাদশ শ্রেণি) ২০২২ অ্যাক্টিভেট হিসেবে দেখাবে। সেখানে ক্লিক করুন।
  • এরপরই একটি নতুন উইন্ডো খুলবে।
  • সেখানে নিজের রোল নম্বর, স্কুল কোড ও জন্মের তারিখ দিতে হবে।
  • সমস্ত তথ্য দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার প্রাপ্ত নম্বর।

এদিকে শুক্রবারই সিবিএসই দশম শ্রেণির ফলাফলও প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। পরীক্ষার্থীদের নিজেদের রোল নম্বর ও অন্যান্য তথ্য হাতের কাছে মজুত রেখে ওয়েবসাইটগুলিতে চোখ রাখতে বলা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ